আমাদের কথা খুঁজে নিন

   

পাঁঠা মেঘলা আকাশ এবং বুকের পাটা

নিজেকে উপলব্ধি করো। দেখবে কখন যেন ইশ্বর স্বয়ং এসে তোমার পাশে দাঁড়িয়েছেন

এক দেশে ছিলো "মেঘলা আকাশ" নামের এক বলদরুপী ছাগল। একদিন সে হেভি পাট নিয়া সামুতে একটা পোস্ট দিলো এক সহব্লগারের নামে কুৎসা রচনা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সে বুঝতে পারে নি অতঃপর কি হবে। শুরুতে কজন সমমনা তৃনভোজী প্রানী প্লাস দিয়ে উৎসাহ জোগালেও মুহুর্তের মধ্যে বিশাল সংখ্যক দেশপ্রেমিক জনতা গাঁটসহ বাঁশ এবং ক্ষুরধার ভাষা দিয়ে তাকে আক্রমন করে এবং মুহুর্মুহু পশ্চাৎদেশগামী বাঁশ অনুপ্রবেশ করিয়ে রক্তাক্ত করে ফেলে। শেষে একপর্যায় গিয়ে পাঁঠা হয়রান হয়ে আর না পেরে গালাগালি শুরু করে এবং গনহারে কমেন্টকারী ব্লগারদের ব্লক করে পিঠটান দেয়। জনশ্রুতি আছে যে এরপর সে বছরখানেক সামু থেকে দুর থাকে এবং লোকালয়ে আসলেও ছদ্মবেশ ধারন করে আসতো যেন কাজ সেরেই আবার লেজ উঠিয়ে দৌড় দেয়া যায়! (লোককথা থেকে সংগৃহিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.