আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামি বনাম বিএনপি-জামাত কিংবা কোক বনাম পেপসি: এইটা স্বাধীন বাংলাদেশ না পাকিস্তান?

বিএনপি জামাত ফ্যাসিষ্ট শক্তির মোকাবিলার নামে ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিষ্ট শক্তি -যারা মুক্তিযুদ্ধের সোল এজেন্সির দাবীদার- তারা বাংলাদেশের জনগণকে একেবারে পাকিস্তান আমলের স্বাদ পাইয়ে দিতেছে... কোক আর পেপসির মধ্যে পার্থক্য যতটুকু আওয়ামি লীগ ও বিএনপি’র মধ্যে পার্থক্য ঠিক ততটুকুই। কোক আর পেপসি’র বাজার দখলের মতোই বাংলাদেশের জনগণের সম্পদ এরা পালা করে লুট করে। এক দলের ৫ বছরের লুটের পালা শেষ হওয়ার আগেই আরেকদল লুটের গন্ধ পেয়ে অস্থির হয়ে উঠে, ক্ষমতাসীনরা অস্থির হয়ে উঠে ইতিমধ্যেই লুটকৃত মালের নিরাপত্তা নিশ্চিত করতে। ফলে পালাবদলটাও নির্বিঘ্নে ঘটে না। শাসক গোষ্ঠীর এ-টিম ও বি-টিম এর ঘষাঘষির মধ্যে পড়ে পাবলিকের জান শেষ। বিএনপি জামাতের ১২ মার্চের কর্মসূচী সফল হইলেই কি আর না হইলেই কি? চলো চলো ঢাকা চলো কর্মসূচী সফল হইলে কিংবা সরকারি অবরোধের মাধ্যমে বিফল হইলে কি পাবলিকের পেট ভরবো? দ্রব্য মূল্য কমবো? শ্রমিকেরা ন্যায্য অধিকার পাইবো? সীমান্ত হত্যা বন্ধ হইবো? টিপাইমুখ বা আন্ত:নদী সংযোগ বন্ধ হইবো? তাইলে এই কর্মসূচী ঠেকাইতে গিয়া কিংবা সফল করার ধকল পাবলিকের ক্যান বহন করতে হইবো? আমরা কি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক? নাকি পাকিস্তান আমলের মতো পরাধীন? মার্চের এই রাত কি পাকিস্তানী হানাদার বাহিনীর দখলে থাকা কালো রাতের মত ?কেন ঢাকার রাস্তায় সীমান্ত রক্ষী বাহিনী টইল দেবে? সীমান্তে নাগরিকের জীবন রক্ষা বিষয়ে যে রাষ্ট্রের কোন চিন্তা নেই সেই রাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনী কেন রাজরধানীর রাজপথে ঘুরে বেড়াবে? কি পাহারা দেয়? কার নিরাপত্তা রক্ষা করছে? এর সাথে জনগণের স্বার্থের কি সম্পর্ক? কেন নাগরিকেরা দেশের একস্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারবেনা? কেন তাদেরকে জায়াগায় তল্লাশি করা হবে? কেন সড়ক ও নৌ পথে যোগাযোগ বন্ধ থাকবে? কেন ঢাকায় হোটেলে সিট পাওয়া যাবে না?... কেন? কিসের এত ভয় শাসক গোষ্ঠীর? এদেরকে ধইরা গণপিটুনি দেয়ার সময় কি এখনও আসে নাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.