আওয়ামি লিগ রে ভোট দিয়েছিলাম , কিনতু ওদের দেশ চালান তে আমি খুশি না। দেশ টা খুব রাফলি চালাচ্ছে আও্য়ামিলীগ। যেটা আমার বেশি চোখে লাগছে ঐটা হল ঘোষনা দিয়ে দলিয়করন। বিশেষ করে ডাক্তার হিসাবে বলব যেভাবে এঢহক এর নিয়োগ দেয়া হল তা একটা গনতানত্রিক দেশের জন্য লজ্যাজনক। আর আমি সিলেট এর লোক , এত ছিমছাম শহর টার রাস্তাঘাট এর ভয়াভহ রকম এর খারাপ হয়ে গেছে সরকার এর ২ বছর পার হয়ে গেল।
সিলেট এর সব মানুশ এখন আবুল মাল কে গালাগালি দিচ্ছে। দেশের অর্থনিতির কি অবস্থা তা নাই বলি। মাল সাহেব ডায়লগ এর জন্যে প্রখ্যাত।
আর আজকের কাজটাও আমার ভাল লাগে নাই। ২৯ টারিখ এ লিভ টু আপিল এর তারিখ ছিল কিন্তু আওয়ামিলীগ অপেক্ষা করে নাই।
একটু আগে চেনেল আই তে বেরিস্টার রফিকুল ইসলাম এর সাক্ষাতকার দেখলাম , যাকে সারা দেশ এক নামে শ্রদ্ধা করে। উনি যা বললেন তার সারমর্ম হল ক্ষমতা আওয়ামি লীগ কে অন্ধ করে ফেলেছে।
আজ পর্যন্ত যা দেখলাম তাতে খুব সম্ভবত আগামি নির্বাচনে আমার ভোট টা বি.এন.পি পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।