সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী
দেখা যায় যখনই বিরোধি দলে থাকে তখনই এই দুই দল তাদের নিজেদের ক্ষমতার স্বার্থের জন্য হরতাল অবরোধ জালাও পোরাও শুরু করে।
আমার উপদেশ হলো আপনারা জনতার উপর এট্যাক না করে একে অপরের এট্যাক করা শুরু করেন।
যেমন ধরেন যার যার এলাকায় বি, এন, পির নেতারা আওয়ামি লীগ নেতাদের খুন করার চেষ্টা করেন বা আওয়ামি লীগ নেতারা বি, এন, পির নেতাদের খুন করার চেষ্টা করেন। স্বাধারন মানূষদের উপর এট্যাক করলে সরকারের কিছু যায় আসে না। তারা ক্ষমতায় বসেই থাকবে। তাই শুধু শুধু পাবলিক রে জালায়া লাভ কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।