আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির জন্য আওয়ামি লীগের নতুন থ্যারাপি ...।

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

বিরোধী দলকে কিভাবে "মাইনক্যার চিপায় " রাখতে হয় এবং এ ব্যাপারে আওয়ামি লীগ কতটা সিদ্বহস্ত সেটা নতুন কিছু নয়। সব সময়ই তাদের Criminal Brain থেকে অভিনব এমন কিছু বেরিয়ে আসে যা বিএনপি কেন,অন্য কোন দল হয়ত কল্পনাই করতে পারেনা। বিএনপি'কে নিয়ে আওয়ামি চ্যালারা যত খুশী খিস্তি-খেউড় করতে থাকুক,কোন অসুবিধা নাই। আর আওয়ামি লীগের বিরুদ্বে কেউ কোন কিছু বলেছে তো সেরেছে ! ঠুকে দেয়া হয় মানহানিকর মামলা। সেটা আবার এক টাকা দু টাকার নয় ,বিলিয়ন ডলারের ।

যার মান নাই এক টাকার সে করছে বিলয়ন ডলারের মামলা। অসুবিধা কি? কামান চাইছি ,পিস্তল তো পামু ! বলা বাহুল্য সরকার নিজে না করে কোন আনাড়ী লোককে যোগাড় করে এসব মামলা সাজায়। একটি দু'টি নয় , একে একে বত্রিশটি। তা-ও আবার বত্রিশ জেলায়। এবার 'লে ঠ্যালা সামলা'।

তারিখে তারিখে বত্রিশ জেলায় গিয়ে কোর্টে হাজির হও, আর কজকর্ম ফেলে সুখতলা খসাও । সরকারের বিরুদ্বে কোন চ্যানেল কিছু প্রচার করেছে বা রাজশাহীতে খালেদা জিয়ার জনসভা সম্প্রচার করার পায়তারা করছে তো তথ্যমন্ত্রীর আড়চোখের তাকানিতে পরোক্ষ হুমকি "চ্যানেল বন্ধ কইরা ফালামু"। যাই হোক, এগুলো পুরোনো ব্যাপার। এখনকার Latest এবং তরতাজা আবিস্কার হল, ২৭ জুন হরতাল ডাকার জন্য খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। বুঝাই যাচ্ছে সরকার এবারও নিজে নেপথ্যে থেকে কিছু অর্বাচীনকে যোগাড় করে এটা করেছে (সূত্রঃ গতকালের আমাদের সময় )।

এবং এ ও বুঝা যাচ্ছে ,বিএনপির এই হরতালের ডাকে সরকারের কিছুটা হলেও পিলে চমকে গেছে। তাই আইনানুগ অস্ত্র প্রয়োগে যদি হরতালটা বানচাল করা যায়। অনেকের হয়ত মনে আছে আওয়ামি লীগের আগের টার্মে বিএনপি হরতাল ডাকলেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব কিছু গুণ্ডা-পাণ্ডা ও টোকাই যোগাড় করে রাজপথ দখল করে রাখতেন। সেই টেকনিক এখন এই যুগে Back-Dated বিধায় নতুন কিছু আবিস্কার করতে হয়েছে। যদি তাই হয় তাহলে কি এখন বিএনপি'র উচিত নয় তাদের টার্মে করা আওয়ামি লীগের করা সেই ২৭৩ দিন হরতালের কিছু বকেয়া উকিল নোটিশ তৈরী করে আওয়ামি লীগের বিরুদ্বে দাখিল করা?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.