মাননীয় নেত্রীদ্বয়,আপনাদের উভয়কেই শতকোটিবার সালাম । আপনারা দু,জনে মিলে বিগত ২০বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম ও নিরলসভাবে এইদেশের জনগনের খেদমতে নিয়োজিত আছেন । আমরা এদেশের ১৬কোটি জনগন আপনাদের দু,জনের কাছে তাই চিরকৃতজ্ঞ ও চিরঋনি । আপনাদের এই ঋন বোধ হয় আমরা কোনদিনও শোধ করতে পারব না । তাই আমরা এই দেশের আপাময় জনসাধারন আপনাদের কাছে আমাদের ঋনের বোঝা আর বাড়াইতে চাই না ।
আমরা জানি, আমাদের নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোন শেষ নাই । আপনারা চোখ বুঝলে আমাদের এই অভাগা জাতির কি পরিনতি হবে, তা ভেবে আপনাদের চোখে ঘুম নেই । তাইতো নাওয়া নেই-খাওয়া নেই, এই পড়ন্ত বয়সেও আপনারা আমাদের জন্য কতই না পরিকল্পনা,মহাপরিকল্পনা নিয়ে দৌড়-ঝাপ করছেন । কিন্ত আপনাদের চারপাশে ঘুরঘুর করা বিশ্বাস ঘাতকের দল আপনাদের বয়সের সুযোগ নিয়ে ক্রমশ আপনাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । আমরা জনগন কিন্ত ঠিক বুঝতে পারছি, তাদের এই সকল কর্মকান্ড ।
কিন্ত আমাদের তো সাধ্যি নাই, আপনাদের কাছে ভিড়ে তা আপনাদের জানানোর । আপনাদের কুড়ি বছরের সব অর্জন কিন্ত তারা শেষ করে দিতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে । আপনারা যদি এই ব্যাপারটা খুব দ্রুত বুঝতে না পারেন, তবে সর্বনাশ হয়ে যাবে, যা আপনাদের পরবর্তি প্রজন্মদের উজ্জল ভবিষ্যতের স্বপ্নকে ধূলায় মিশিয়ে দিবে-এই ব্যাপারে কোন সন্দেহ নাই । নিশ্চয়ই আপনারা এমনটা কামনা করেন না । কারন আপনাদের কারো পিতা ও কারো স্বামীর অতীতের ভাল কাজের সুফলই কিন্ত আপনারা ভোগ করছেন উভয়েই ।
সুতরাং আপনাদের ভাল কাজের সুফল যাতে আপনাদের সন্তানেরা ভোগ করতে পারে সেই ব্যবস্থা কি আপনার রেখে যাবেন না ? তাই আমরা সাধারন জনগন অত্যন্ত দৃঢ়ভাবে চাই, আপনারা উভয়েই এমন কোন সৎ ও যোগ্য লোককে আপনাদের স্থলাভিষক্ত করেন, যারা অত্যন্ত কঠোর হস্তে দেশের এই ক্রান্তিকাল সফলতার সাথে উতরাতে সক্ষম হবে । অন্যথায় আপনাদের অতীতের সব অর্জন ধূলার সাথে মিশে যাবে,যা আপনাদের ভবিষ্যত প্রজন্মদের সম্পূর্ন অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে । তাই আপনাদের উভয়ের নিকট বিনীত আবেদন, যত দ্রুত সম্ভব আপনাদের যোগ্য উত্তরসূরী নির্বাচন করে তাদের হাতে সমস্ত দায়-দায়িত্ব বুঝাইয়া দিয়া আপনারা অবসরে গিয়ে তাদের কার্যক্রম দূর থেকে পর্যবেক্ষন করে তাদের ভূলত্রুটি গুলি ধরিয়ে দিয়ে দেশে একটি সুষ্ঠু পরিবেশ তৈরী করে আপনাদের ভবিষ্যত প্রজন্মদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করুন । আপনাদের জন্য শুভ কামনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।