বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সোমবারের মহাসমাবেশ লাইভ টেলিকাস্ট করার সুযোগ পাচ্ছে না দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র পক্ষ থেকে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ ধরনের একটি কর্মসূচি সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী টিভি চ্যানেলগুলোকে এ কথা জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আয়োজিত এই মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, বাংলাভিশন, ইটিভি, ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট টিভির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল।
শনিবার রাতে এনিয়ে বিটিআরসির উচ্চ পর্যায়ের একটি বৈঠকের পর ওই সব টেলিভিশন চ্যানেলকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করার জন্য বলা হয় বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আনুষ্ঠানিক কোনো নির্দেশনা তারা পাননি। বিএনপির মহাসমাবেশ সরাসরি সম্প্রচার করার সব ধরনের প্রস্তুতিই তাদের রয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি যেহেতু মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে সেহেতু আমরাও সমাবেশ সরাসরি সম্প্রচারের সুযোগ পাবো বলেই মনে করি। ’
এদিকে বিএনপির এই সমাবেশ আয়োজনে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার না করা, মেগাস্ক্রিনে বক্তৃতা না দেখানোর শর্ত আরোপ করেছে ডিএমপি।
একুশে টিভিকে শোকজ
এদিকে একুশে টেলিভিশনকে শোকজ নোটিশ দিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ফ্রিকোয়েন্সি নবায়ন না করে ও রেডিও লিংকের লাইসেন্স না নিয়েই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।
এ অবস্থায়েএকুশে টিভি’র লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে বিটআরসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।