আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের মহাসমাবেশ বিশয়ে কিছু কথা

I am trying to write শাহবাগের মহাসমাবেশে আমিও একাত্বতা ঘোষোণা দিছ্ছি। কিন্ত এই সমাবেশ যেনো রাজনৈতিক হাতিয়ার না হয় সেদিকে সোবাইকে খেয়াল রাখতে হবে। এই সমাবেশ যেনো এইখনই শেষ না হয়ে যা্য়। আমাদের দেশের রাজনৈতিক দল গুলো অশুভ আচোরন যেনো না করতে পারে তার জন্ন এরকম প্রতিবাদ হও্য়া চাই। আমাদের দেশ আজ ক্রন্তি লগ্নে, রাজনৈতিক দল গুলোর খাম খেয়ালির জন্ন দেশ রসাতলে জাচ্ছে। রাজনৈতিক দল গুলো যেনো তাদের খাম খেয়ালি বন্দ করে, অশুভ ছাত্র রাজনৈতি বন্দ হয়, দলের নামে দেশ লুট-পাট বন্দ হয়, সব ক্ষেত্রে দু্র্নীতি বন্দ হয় এবং যেকোনো দেশ ও জন বিরোধী আইন, নীতির ক্ষেত্রে এরকম সমাবেশ হওয়া চাই। এই সমাবেশ থেকে এই শপথ নেয়ার আওভান জানাচ্ছি। এই সমাবেশে সবার প্রতি যেন শ্রদ্ধা বজায় থাকে সেদিকে খেয়াল দেয়া দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।