আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি পোস্ট ৩- মধ্যরাতের ভোজন

আমিও বাধ ভাংতে চাই... থিসিসের কাজে রাত জেগে আরো অনেক কাজই করলাম গতকাল। ২টার দিকে লাগলো মহা খিদা। রান্নাঘর এবং ফ্রিজে যা যা ছিলো তা দিয়ে যথাসম্ভব নিঃশব্দে এটুকুই বানাতে পারলাম। প্লেটে আছেঃ ১। ডিম পোচ ২।

টোস্ট বিস্কুট, নোনতা ৩। টমেটু কেটে লবণ মরিচ মাখিয়ে তেলহীন ডিমের কড়াইয়ে দুই পাশ ভাজা ৪। সন্ধ্যায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম, তার বাকিটুকু (টমেটুর নিচে) আর চা,আমি লাল চা-ই খাই। কলেজে থাকতে গাজী আজমল স্যারের লেকচার শুনে দুধ চা কে সালাম দিয়ে দিয়েছিলাম। তিন গোয়েন্দার বইয়ে রকিব হাসানের দেয়া খাবারের বর্ণনা মনে হয় এই মেন্যুর গোপন চালিকা শক্তি! কিন্তু অবাক ব্যপার হল, গত কয়েক রাত ধরে যে গলা জ্বলার ভাবটা হচ্ছিলো সেটা কালকে একদম হয় নাই।

জয়তু স্ব-আবিষ্কৃত রেসিপি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।