কোন এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদের আলো গান গেয়ে যায় একটি ছেলে একরাশ বেদনা বুকে নিয়ে তার সেই গান তো কেউ শুনে না হতাশার কথা তো কেউ জানে না তবুও তার আশার প্রদীপ তো নিভে না যদি ফিরে পায় সে হারান অতীত কোন এক নিঝুম রাতে জীবনের অপর একপ্রান্তে বসে থাকে একটি মেয়ে ছে উপকরণঃ ১ কাপ রোমান্স ১ চিমটি পাগলামি ২ চা চামচ হাসিখুশি ১ লিটার বোঝাপড়া ৩ টেবিল চামচ বিশ্বাস ১ কাপ শ্রদ্ধা ১/২ লিটার যত্ন ৩/৪ কাপ ধৈর্য প্রণালীঃ সবগুলো উপকরণ পরিমাণ মতো ভালো করে মিশান। তারপর ঠাণ্ডা করে ভালোবাসার মানুষটির সামনে পরিবেশন করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।