আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি

রেসিপি খাবো খাবো যতই করিস সবই চোখের ক্ষুধা, দিলে কি আর পারবি খেতে পেটকে আগে শুধা। চাঁদকে রেঁধে জোসনা খাবো আকাশ ভেজে নীল, শিশির সসে মাখিয়ে খাবো সূর্যের আস্ত গ্রীল। তিমি মাছের শুঁটকি খাবো শীল-পাটাতে বেটে, লাল পিঁপড়ার ভর্তা খাবো মনের সুখে চেটে। দমকা বাতাস ফ্রাই প্যানে ভাজবো কড়া করে, শিলা বৃষ্টির আচার হবে রাখবো বয়াম ভরে। চায়ের পিরিচ টুকরো করে ভাজবো গরম তেলে, ভুলবে সবাই পেঁয়াজুর স্বাদ একবার কেউ খেলে। কলমি শাকের মালাইকারি করল্লা দুধের পায়েস, যে খাবে সে ভুলবেনা আর মিটবেনা তার খায়েস। গোধূলি রঙের জর্দা পোলাও মশলা মেখে তাতে, পানের মতো চিবিয়ে খাবো সেমাই ঈদের রাতে। অভাব ঘরে নেই জিলেপি রাজনীতির এই প্যাঁচে, ভেজাল তেলে সুখ পুড়িয়ে তবুও মানুষ বাঁচে। পাগল শেফের এই রেসিপি ইচ্ছে কি হয় খাবে? ভোটের দামে কিনলে তবে এই দেশেতে পাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।