আমাদের কথা খুঁজে নিন

   

কবীর হুমায়ূন-এর চেতন-বিদ্ধ সংগীত ( একটি হামদ্ ) কী আলোক জ্বেলে গেলে অন্ধকার হেরার গুহায়,

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। কী আলোক জ্বেলে গেলে অন্ধকার হেরার গুহায়, সেই আলোক ছড়িয়ে পড়ে ধরার তাবৎ জায়গায়। আল্লাহ হতে এলো বাণী, জগৎ মাঝে কানাকানি, সত্য-ন্যায়ের ধ্বজাখানি তুলে ধরে মুহম্মদ, হায়। আইয়ামে জাহেলিয়াতে এলে তুমি নূরের রবি, ঘুচালে অন্ধকার যতো হে প্রিয় মানব-নবী। সেই নূরের আলোক ধারায়, আমার হৃদয় নিত্য হারায়, কাঁদে এ মন ধরা-কারায় আয়, মুহম্মদ হৃদে আয়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।