...দেখো হঠাৎ ফেরারী কোনও স্মৃতিই কাঁদাবে্...
প্রখ্যাত ভারতীয় সংগীত শিল্পী কবীর সুমন বাংলাদেশে সলো কনসার্ট করতে আসছেন; আগামী ১৬ অক্টোবর, ২০০৯, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান হলে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। ১৯৯২ সালে সুমনের “তোমাকে চাই” এলবামটি দুই বাংলায় প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করে; এরপর তিনি একে একে উপহার দিয়েছেন “গানওলা”, “হাল ছেড়ো না বন্ধু”, “জাতিস্মর”, “বসে আঁকো”, “পাগলা সানাই”, “চেনা দুঃখ, চেনা সুখ” এর মত অসংখ্য দর্শক নন্দিত গান; কখনো গীটার, কখনো পিয়ানো আর কখনোবা মাউথ অর্গান দিয়ে সুমন একাই মঞ্চ মাতিয়ে রাখেন। তার এই ব্যতিক্রমি উপস্থাপনা তাকে দিয়েছে ব্যাপক দর্শক প্রিয়তা;
এখানে উল্লেখ্য কয়েকদিন আগে অনুষ্ঠিত ভারতীয় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে তিনি জয়লাভ করেন; দর্শকদের অনুরোধ আর বাংলাদেশের প্রতি ভালবাসা থেকে সুমন আবার প্রায় ১.৫ বছর পর বাংলাদেশে কনসার্ট করছেন; এই কনসার্টটিতে তিনি বেশ কিছু নতুন গান উপহার দিবেন বলে জানা গিয়েছে;
চিরকূট আয়োজিত এই কনসার্টটির প্রবেশ মূল্য রাখা হয়েছে ৮০০/=, ১৩০০/= ও ১৮০০/=।টিকেট পাওয়া যাবে আজিজ সুপার মার্কেট এর তক্ষশিলা, রস এর বেইলী রোড, ধানমন্ডি-৪, বনানী-১১, গুলশান-২ শাখাসমুহে, রাইফেলস স্কয়ার এর ওয়েস্টার্ন ক্রেজ এবং বসুন্ধরা সিটির ওয়েস্টার্ন মিউজিক এ;
বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮ ৩১৪৩৪৫ নম্বরে যোগাযোগ করুন;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।