আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। আমি আমি বিষয়ক প্রত্যাবর্তনের ঝিরঝিরে অংশটুকুর মালিক! সাংবিধানিক তল্লাট খুঁজে পেয়েছিলাম এক নির্বোধ শালিক। জনৈক বেদনাভুক্ত কর্মচারী ঢেলেছিল বিষ, মদের গেলাসে একবার আমি আমাকে রেখেছিলাম সেই বিষে। প্রথম চুম্বনজনিত এক প্রকার দীর্ঘ দীর্ঘশ্বাসের পথচারী আমি রাস্তায় ধুলো,কাদা যাই থাকুক চলতেতো ঠিকই পারি। আমার দীর্ঘশ্বাস সংবিধানহীন,রাষ্ট্রহীন ক্ষমতাহীন তাই দুনেত্রীর মত নিল্লর্জও নয়। সবেধন নীল মণি,অসভ্যতার ক্রম বিকাশে থমকে আছে দৌদন্ড প্রতাপশালী মন। নগরীর ছাদগুলোতে সব ডিস এন্টিনা হয়ে রয়। আমার কবিতাহীন দীর্ঘশ্বাসগুলো এক একটি স্মারকলিপি লিখে ফিরে এসো ডিস এন্টেনার ছাদে তবে আবার চাঁদ নামুক আমার কাঁধে। কেউ একজনকে উৎসর্গ করলাম। ছবি :ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।