আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসো তুমি....।

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। ফিরে এসো তুমি কোন একদিন, আমার অজানা হতে চেনাজানা এই পথে; এপথে আমি- তোমায় সাথে নিয়ে হেঁটে যাব, পেরিয়ে যাব অনেক দূর, যেখানে দূরন্ত সুখ অপেক্ষায় তোমার-আমার। ফিরে এসো তুমি আমার কাছে, এখানে প্রতীক্ষায় আমি তোমার কারণে- মনের দরজা খুলে দাঁড়িয়ে আছি। দু'হাত বাঁড়িয়ে ধরি-তোমার খোঁজে, ফিরে এসে তুমি এ হাত ধরো। তোমার হাতে হাত রেখে আমি- তোমায় নিয়ে পৌঁছে যাব ঐ সুদূরে, যেখানে সুখের দূরন্তপনায় ধ্বনিত হয় -শুধু আমাদের নাম। ফিরে এসো তুমি সুখছোঁয়া নিয়ে, হাত ধরে পথে শুধু দু'জনে এগিয়ে যাব সুদূরের পথে, যেখানে সব সুখ আমাদের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.