আসতে আমার অনেক দেরি হয়ে গেল ফিরে আসতে, মরনের সেই ওপার দেশ হতে; কে যেন টেনে নিয়ে এলো আমায় সে কি তুমি না তোমার ভালোবাসা? তুমি কি অপেক্ষা করছিলে আমার জন্য? নাকি প্রতিক্ষার প্রহর গুনতে গুনতে নিদের দেশে হারিয়ে গিয়েছ স্বপ্নের ঘোরে আমায় বুকে করে। অনেক অনেক, দেরি করে যখম আমি এলেম তখন দেখি কেও কোথাও নেই শুধু পড়ে আছে তোমার নীরব স্মৃতিচিহ্ন খানি জ্বালা ধরে বড় চোখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।