ক্রিকেটারদের জন্য পাকিস্তান সফর এখনো ‘অনিরাপদ’ বলে মনে করছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। তবে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ ‘সন্তুষ্ট’।
আগামী মাসে প্রস্তাবিত ওয়ানডে সিরিজ সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে বিসিবিপ্রধান আ হ ম মোস্তফা কামালসহ বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদল গত শুক্রবার রাতে ইসলামাবাদ যায়।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, পাকিস্তানের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। বিসিবিপ্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের জানান, বাংলাদেশের ক্রিকেটারদের তিনি পাকিস্তান সফরে পাঠাতে চান।
বিসিবি ও পিসিবি এখন দুই পক্ষের সম্মতির বিষয় আইসিসিকে জানানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল লাহোরে এক সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল বলেন, ‘সব ধরনের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পর আমরা এই সফরের ব্যাপারে সম্মত। এখানকার নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। ’
বিসিবিপ্রধান বলেন, ‘এখন ক্রিকেটারদের পাকিস্তান সফরের অনুমতি দিতে সরকারকে রাজি করানোর দায়িত্ব আমার। সফরটি অনুমোদন করতে আইসিসিকেও অনুরোধ করব আমি।
কারণ, নিয়মানুযায়ী আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে আমরা পাকিস্তানে দল পাঠাতে চাই। ’
মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা আইসিসির কাছে গিয়ে বলব, পাকিস্তান সফরে আগ্রহী আমরা। এর আগে কেউ এভাবে এগোয়নি, কিন্তু এবার আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে এগোব। আমাদের আইসিসির সম্মতি আদায় করতেই হবে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রক্রিয়ার শুরু এটি।
’
এর আগে যুক্তরাষ্ট্র থেকে ‘মিড ডে’ ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল ফিকার প্রধান নির্বাহী টিম মে জানান, শ্রীলঙ্কা দলের ওপর হামলা চলার সময়ের চেয়েও এখন পাকিস্তান সফরে নিরাপত্তা-ঝুঁকি বেশি।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয় ও আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।