আমাদের কথা খুঁজে নিন

   

শাবাশ আকরাম!

উৎপল শুভ্র আকরাম খানকে বাংলাদেশের ক্রিকেট কীভাবে মনে রাখবে? এ প্রশ্নের উত্তর অনেক দিন আগেই নির্ধারিত হয়ে আছে। ব্যাট হাতে আকরাম ছিলেন বিনোদনের ফেরিওয়ালা। থলের বিড়াল বেরিয়ে এসেছে অভিযোগ মানছেন কামাল! আকরামকে অভিনন্দন স্ট্রোকের পসরা সাজানো ব্যাটিং, মুখে অমলিন হাসি, সঙ্গে বাড়তি মাত্রা যোগ করা অমন নাদুসনুদুস শরীর। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দর্শকপ্রিয় ব্যাটসম্যান হিসেবে তাঁর নামটি শুরুর দিকেই আসবে। অনাগত দিনে ইতিহাস আরও সুনির্দিষ্ট কারণ খুঁজবে।

সেটিও মোটামুটি সর্বজনবিদিত। আকরামের একটি ইনিংসের ওপরই তো দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। ১৯৯৭ আইসিসি ট্রফিতে হল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ওই ইনিংসটি না খেললে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন হারিয়ে যায়। বিশ্বকাপে গিয়ে পাকিস্তানকে না হারালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস দাবি করার সাহসও থাকে না। একটি মাত্র ইনিংসের এভাবে কোনো দেশের ক্রিকেট-ভাগ্য গড়ে দেওয়ার উদাহরণ আর নেই।

এত দিন শুধু এ কারণেই মনে রাখতে হতো আকরামকে। এখন সঙ্গে যোগ হলো আরেকটি কারণ। হল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসটি যদি ক্রিকেটার আকরামের জয় ঘোষণা করে থাকে, দল নির্বাচনে হস্তক্ষেপের প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ ঘোষণা করছে আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ আকরামের জয়। আকরাম খানকে ব্যক্তিগতভাবে যাঁরা চেনেন, সবারই একটা অভিন্ন অনুভূতি হয়—মানুষটা খুব নরম-সরম। সেই ‘নরম-সরম’ মানুষের মধ্যে চ্যাম্পিয়নের আগুনটা যেন বেরিয়ে এল এই সিদ্ধান্তে।

অনেকে তামিম ইকবালের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্কটা সামনে এনে এই সিদ্ধান্তের কারণ খুঁজতে চাইছে। তাতে আকরামকে অন্যায়ভাবে ছোট করা হয়। তামিম এখানে ঘটনাচক্রমাত্র। ব্যাপারটা নীতির। দল নির্বাচনে বোর্ড সভাপতির সর্বশেষ হস্তক্ষেপকে বিচ্ছিন্নভাবে দেখাটাও যেমন ভুল।

এ ঘটনা অতীতেও নিয়মিতই ঘটেছে। নির্বাচকেরা ‘লড়াই’ করে কখনো জিতেছেন, কখনো আপসও করতে হয়েছে। কিন্তু নির্বাচকদের স্বাক্ষরিত চূড়ান্ত দল যখন তাদের না জানিয়েই বদলে দেওয়া হলো, আকরামের সামনে দুটি পথই খোলা ছিল। পদ আর সামান্য কিছু টাকার লোভে আত্মসম্মান বিসর্জন দেওয়া অথবা এই ক্রিকেটীয় রীতি-ভব্যতা না মানার প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন করা। আকরামকে অভিনন্দন, তিনি সঠিক পথেই হেঁটেছেন।

নির্বাচকের চাকরি খুব ‘উপভোগ’ করছেন বলে মিনহাজুল আবেদীন যতই ভিন্ন কথা শোনাতে চান, তা শুনে ক্রিকেট-সংশ্লিষ্ট সবার শুধুই হাসি পাবে। আ হ ম মুস্তফা কামাল সভাপতি হওয়ার পর একবারও কি এমন হয়েছে, বাংলাদেশ দল ঘোষণার আগে-পরে ফিসফিসানি শোনা যায়নি? গত বছর দু-তিন বাংলাদেশের দল নির্বাচনে বোর্ডের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ নিয়ে পত্রপত্রিকায় যত খবর ছাপা হয়েছে, ক্রিকেট ইতিহাসেই তো তা রেকর্ড! গত বছর বিশ্বকাপের দল ঘোষণার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে নির্বাচকদের ‘ধস্তাধস্তি’র কথা পাঠকদের নিশ্চয়ই মনে আছে। একে নিয়েছ কেন, ওকে কেন নাওনি—টেকনিক্যাল কমিটির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করাটা ‘নিয়ম’ ছিল আরও আগে থেকেই। বিশ্বকাপের সময় সেটি শালীনতার সীমাও অতিক্রম করে গিয়েছিল বলেই খবর হয়েছিল। কাগজে-কলমে টেকনিক্যাল কমিটি ভেঙে দেওয়া হলেও ছদ্মাবরণে সেটি এখনো বহাল।

দল নির্বাচন করার সময় ‘একে নিলে তো অমুকে রাগ করবে’, ‘উনি তো ওকে নিতে বলে দিয়েছেন’ এসব অঙ্ক সব সময়ই মাথায় ঘোরে নির্বাচকদের। এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর হয় না। নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার রীতিটা তো এমনিতেই হয়নি। কারণ এমন না হলে দল নির্বাচনের সময় নির্বাচকদের মাথায় নানা অঙ্ক খেলা করবে, ক্রমশ তাদের বিচ্যুতি ঘটবে পক্ষপাতহীন থাকার মূল মন্ত্র থেকে। সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহসও হারিয়ে যাবে।

অথচ এই ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের তাতে থোড়াই কেয়ার! তাঁরা নির্বাচকদের ওপর ছড়ি ঘুরিয়ে নিজেদের ক্ষমতা জাহির করায় ব্যস্ত। তাতে দেশের ক্রিকেট গোল্লায় গেলেও কিছু আসে যায় না। অন্যদের দোষ দিয়ে লাভ কী? বোর্ড সভাপতি নিজেই তো এর নেতৃত্বে। নির্বাচকদের নির্বাচিত দল অনুমোদনের ‘রুটিন’ কাজটাকে তিনি নিজের সর্বময় ক্ষমতা প্রকাশের একটা মাধ্যম হিসেবে ধরে নিয়েছেন। বোর্ড সভাপতির নাতি পছন্দ করে না বলে আশরাফুলকে দলে রাখলেই তিনি রেগে যান—ক্রিকেট বোর্ডে একটু যাতায়াত আছে, এমন কে না তা জানে? নির্বাচকদের তো একবার এমনও বলে দিয়েছিলেন, আশরাফুল থাকলে সেই দল যেন তাঁর কাছে না পাঠানো হয়।

নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের প্রতি বোর্ড সভাপতির এমন বিরাগ এবং সেটির এমন প্রকাশ বাকি ক্রিকেট-বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য বলেই মনে হবে না। মাঠে অধিনায়কের পারফরম্যান্স নিয়ে নিত্য কাঁটাছেড়া হয়। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক তো বোর্ড সভাপতি। এমনই অধিনায়ক, যার সকালে বলা কথার সঙ্গে বিকেলের কথার মিল থাকে না। যাঁর কথা নিয়মিত কৌতুকের খোরাক।

আকরাম খান পদত্যাগ করে আরও বড় করে তুললেন প্রশ্নটাকে—কার হাতে পড়েছে বাংলাদেশের ক্রিকেট? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।