আমাদের কথা খুঁজে নিন

   

শাবাশ বাংলাদেশ

সহজ আলোয় দেখা... এবার তথ্যপ্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় সাফল্য নিয়ে এসেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) তিন শিক্ষার্থী। মাইক্রোসফট আয়োজিত সফটওয়্যার উদ্ভাবনী প্রতিযোগিতা "ইমাজিন কাপ ২০১১"-এর চূড়ান্ত পর্বে "পিপলস চয়েস" বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এআইইউবি 'টিম রাপচার' দল। এ প্রতিযোগিতার বাংলাদেশ অঞ্চলের বিচারক ও সফটওয়্যার বিজ্ঞানী আশরাফুল আলম কালের কণ্ঠকে খবরটি নিশ্চিত করেন। গত বুধবার নিউ ইয়র্কের ডেভিড এইচ কোচ থিয়েটার হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেসপারেট হাউসওয়াইফ খ্যাত অভিনেত্রী ইভা লঙ্গরিয়া। পুরস্কারের ট্রফি ছাড়াও তারা প্রাইজমানি জিতেছে ১০ হাজার মার্কিন ডলার। আশরাফুল আলম জানান, এআইইউবির শিক্ষার্থী শহিদুল ইসলাম, মুশতাক আলী ও অভিষেক আহম্মেদকে নিয়ে গঠিত এ দলের দলনেতা হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ নিয়াজ মোর্শেদ। তিনি আরো জানান, বিশ্বের প্রায় সাড়ে তিন লাখ তরুণ সফটওয়্যার নির্মাতা এ প্রতিযোগিতায় অংশ নেন সূত্র: কালের কণ্ঠ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।