আমাদের কথা খুঁজে নিন

   

শাবাশ বাংলাদেশ, শাবাশ সাকিব



হ্যাটস অফ টু মাই বিলাভড্ বাংলাদেশ ক্রিকেট টিম.... তোমাদের প্রতি রইল অনেক অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজ আবারো ষোল কোটি বাঙালিকে আনন্দে ভাসালে, খুশির জোয়াড়ে আবার আমাদের আবেগাপ্লুত করলে, আমরা যারা তোমাদের প্রতি আস্থা রেখেছিলাম আমাদের আস্থার প্রতি সম্মান দেখালে, আবারো আনন্দে আমাদের চোখে অশ্রু আনালে.... নিজেরাও কি অশ্রুসিক্ত হলে না ? ম্যাচ শেষে সাকিবের চোখে পানি দেখে আমিও দু'চোখের পানি আজ ধরে রাখতে পারলাম না। আমাদের এই জাতীয় বীরটাকে, আমাদের এই দু:খিনী দেশটার এক অমূল্য সম্পদকে আমরা গত একটা সপ্তাহ ধরে, শুধু গত এক সপ্তাহ বলছি কেন এখন তো পিছন ফিরে তাকালে দেখি সুযোগ পেলেই সাকিবকে আমাদের মিডিয়া বিতর্কিত করার চেষ্টা করছে। আমার মনে হয় অতি আশরাফুল সমর্থক কিছু সাংবাদিক ও মাশরাফির প্রতি সহানুভুতিশীল কিছু মানুষ সুযোগ পেলেই সাকিবকে বিতর্কিত করার চেষ্টা করছে। আর এই বাচ্চা ছেলেটা তাদের পাতানো ফাদে পা দিয়ে গত সপ্তাহটা কি নিদারুণই না কাটালো।

সাকিবকে অনেক ভালবাসি তাই সাকিবের কাছে প্রত্যাশা থাকবে ভবিষ্যতে মিডিয়াকে আরো ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডল করতে আর সাফল্যের সময় মাথাটা আরো ঠান্ডা রাখতে। যদিও সাকিবের মাথাটা এমনিতে বেশ ঠান্ডাই। তারপরও বলছি কেননা আমাদের এই হিরোর হাত ধরে ভবিষ্যতে আরো অনেক বড় সাফল্য আসতে যাচ্ছে। তাই সাকিবের ডিপ্লোমেটিক হওয়ার কোনো বিকল্প নাই। আর আজকের জয়ে ইমরুল, সাকিব, মাহমুদুল্লাহ এবং বিশেষভাবে আমাদের ক্রাইসিস হিরো শফিউলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল।

আবারো পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন। আমাদের ১৫ টাইগারের জন্য হৃদয় নিংরানো ভালোবাসা। আজ বাঙ্গালিরা নিজের জাত আরো একবার চিনাইয়া দিলো ইংরেজদের। আর মুখরা নভোজিৎ সিং সিধুর মুখে ঝাটার বারি দেওয়া গেল। শেষে শুধু এটু্কুই বলতে চাই....... শাবাশ বাংলাদেশ, শাবাশ সাকিব.... পুনশ্চ : আমরা বাংলাদেশ দলের সাথে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকব... বাংলাদেশ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।