আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ পরিবারের সদস্য শেখ ফজলুল করিম সেলিম আজ (২৪.০২.২০১৩) মহান জাতীয় সংসদে জানিয়েছেন তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চান না। তবে জামাত নিষিদ্ধ করার পক্ষে। ২২ ফেব্রুয়ারি ২০১৩ যে তান্ডব চলছে তাতে জামাত ছাড়া আরো ১২ দল ধর্মভিত্তিক এবং মৌলবাদী এই বিষয়ে কি কারো সন্দেহ আছে? কেবল জামাত মুক্তিযুদ্ধ বিরোধী! মুসলীমলীগ, নেজামে ইসলাম, পিডিপি কি মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়? অবশ্য ভোট কমে যাওয়ার ভয়ে আওয়ামীলীগ এমন বলতেই পারে। আওয়ামীলীগই তো সংবিধানে আদালতের আদেশ উপেক্ষা করে রাষ্ট্রধর্ম বহাল রেখেছে। আবার লেজেগোবরেভাবে ধর্মনিরপেক্ষতাও যুক্ত করেছে। জিয়াউর রহমানের বিসমিল্লাহ নিয়ে দীর্ঘকাল বিষোদগার করে সেটিও বহাল রেখেছে। আরো এক কদম এগিয়ে বাংলা ব্যাখ্যাও যোগ করেছে। এমন বক্তব্যের পর যদি আপনাকে, আপনার দলকে শাবাশ না জানাই তাহলে নিজেকে লজ্জিত মনে হয়। কিন্তু কথা হচ্ছে, যে জোয়ার চলছে তা নিয়ে এখনো যদি সন্দেহ থাকে, থাকতে পারে, তবু রক্ষা হবে না সাম্প্রদায়িক শক্তির। অপেক্ষা করতে হবে অনেককাল, করব....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।