কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কঠিন মানুষেরাই দীর্ঘস্থায়ী হয়
বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। এই কথাটা প্রায়ই শোনা যায়। তবে এটা যে আর কথার কথা নয় তা আজ প্রমানিত হোল। আমাদের পুরুষরা যেখানে বিগত ৪০ বছর ধরে ক্রিকেট খেলেও বড় দলগুলোকে হারাতে পারে না, সেখানে মাত্র ১০ বছর ধরে খেলে আমাদের বাঘিনীরা অনায়াসে পাকিস্তানকে হারিয়ে দিল।
পাকিস্তানকে হারিয়েই দিয়েছে বাংলাদেশ!
এখানে বলে রাখা দরকার পাকিস্তান মহিলা দল কিন্তু টেস্ট মর্যাদা প্রাপ্ত যেটা বাংলাদেশ মহিলা দল এখনো অর্জন করতে পারেনি।
আজকে আমি মোটেও মন খারাপ করছিনা। সালমা খাতুন, জাহানারাদের অনেক অভিনন্দন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সরকারের উচিৎ মহিলা ক্রিকেট দলের প্রতি একটু মনোযোগ দেয়া। হয়তো আর কয়েক বছর পর এরাই দেশকে বিশ্ব কাপ উপহার দেবে। আর আমদের যেইসব আপামনিরা চোখে সানগ্লাস আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ছেলেদের ফুটবল আর ক্রিকেট ম্যাচ দেখতে যান, খেলা না বুঝলেও আফ্রিদি, মেসিকে দেখার জন্য মাঠে আসেন তারা অন্তত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলা দেখা উচিৎ।
তাতে আমাদের মেয়েরা কিছুটা হলেও উৎসাহ পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।