আমাদের কথা খুঁজে নিন

   

গীটার গুরু আপনি কই?

কেউ কি ভায়া জানেন শেষ পর্যন্ত গিটার কিনাই ফেল্লাম। সামুর আনেকে পরামর্শ দিয়ে সাহায্য করছেন। ধন্যবাদ তাগরে। কিন্ত বাজাইতেতো পারি না + টুং টাং করলেই আংগুলে মনে হয় গিট্টু লাইগা যায় আর আংগুলের মাথায় যে ব্যাথাডা হয় মুন্চায় হাতে হাতমুজা পরি (চামড়ার ডা)। লোকে বলে গুরু ছারা নাকি কাম হইব না। গুরু এখন আমি কই পাই? বনশ্রী বা এর আশেপাশে কোনো গুরু থাকলে এট্টু আওয়াজ দিয়েন পিলিজ (৯ ঘণ্টা কামলা দিয়া অন্য এলাকায় যাবার তেল শেষ হইয়া যায়)। আমারে ফোন দিতে পারেন এই নম্বরে একশত তিহাত্তুর কুটি চাইর লক্ষ আটাইশ হাজার একশত ত্রিশ (আগে একটা শূন্য আছে) বা মেইল করতে পারেন মামুনmdh@জিমেইল ডট কম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।