আমাদের প্রিয় বাদ্যযন্ত্রের তালিকায় খুব সহজেই ছয় তারের গীটারের নাম এসে পরে । গীটার বাদ্যযন্ত্রটি বাজানোর ক্ষেত্রে অনেক আগে থেকেই চলে আসছে । লেখক মরিস জে, সামারফিল্ড এর মতে স্পেনে ৪০০ খ্রিস্টাব্দে রোমানরা " সিথারা " নামক একটি বাদ্যযন্ত্র নিয়ে আসেন , যা থেকেই গীটার বাদ্যযন্ত্রটির উদ্ভব । আরবরা "উদ" নামে একটি বাদ্যযন্ত্র ব্যবহার করত।
তবে আবার অনেকে ধারণা করেন , চার তার সম্বলিত "তানবুর" নামক বাদ্যযন্ত্র থেকে গীটার বাদ্যযন্ত্রটির উদ্ভব ।
খ্রিস্টপূর্ব ১৪০০ শতকে বর্তমান সিরিয়ায় "হিটরাহিট" নামক এক জাতি বাস করত ,তারা এই "তানবুর" বাজাত । গ্রিকরাও এমন একটি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন যা থেকে পরবর্তীতে রোমানরা " সিথারা " নামক বাদ্যযন্ত্রটি তৈরি করেন । "তানবুর","উদ" ও "সিথারা"এর থেকেই মূলত গীটারের উদ্ভব । ১২০০ সালে চার তার বিশিষ্ট গীটারের দুটি রুপ বের হয় ,যার একটি হচ্ছে - "মূরিশ গীটার" । যার পিছনের দিক গোলাকার,একটু কম প্রশস্ত ফ্রেটবোর্ড
এবং বেশ কয়েকটি সাউন্ড হোল ছিল ।
অপরটি হচ্ছে -"ল্যাটিন গীটার" । যার ছিল একটি সাউন্ড হোল ও প্রশস্ত ফ্রেটবোর্ড । ১৭৮৮ সালের দিকে এসে জেকব অটো নামে একজন জার্মান বাদ্যযন্ত্রনির্মাতা পাঁচ তার বিশিষ্ট গীটারে ৬ষ্ঠ তার সংযোজিত করেন যা পরবর্তীতে জনপ্রিয় হয়ে উঠে । এরপর ১৯ শতকে শুরুতে স্পেনের অগাস্টিন কারো , ম্যানুয়াল গীটারেজ এবং অন্যান্য ইউরোপিয়ান গীটার প্রস্তুতকারক গীটারকে বর্তমান রুপ দেন , যা বর্তমানে সকলে ব্যবহার করছে ।
(সংক্ষেপে ইতিহাসটি তুলে ধরা হল)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।