সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
বার কয়েক ফোঁড়ন কেটেও কোন সুরাহা হলো না।নির্জনতার অজুহাতে লোকটা দিব্যি বাজিয়ে গেল মিক্সোলিডিয়ান ঢং এ।
সাঁড়াশি চলল বহুবার।
দীর্ঘ আঙুলের সেতু,
জড়িত ছিলো কী এক কাপুরুষ জড়তায়!
নিচে ধূলোয় মলিন চরে ফ্রেডের এপার ওপার।
লহমায় কেটে গেল সেই বিকেলের অনুষদ
ঘন ঘন চায়ের কাপে এবং প্রতিবেশী ধোঁয়ায়।
ফিরতি পথে কে যেন বলে উঠলো,
ওর নাকি যাদুকর হওয়ার খুব একটা ইচ্ছে ছিলো না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।