আমাদের কথা খুঁজে নিন

   

"প্রশ্ন" একটি চরম আবেগী কোবতে

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই যখন আমি তোমার চোখের আড়ালে যাই চলে, ভেসে কি উঠি মনে ? মনে কি পড়ে আমায় তোমার পাখির কোলাহলে, স্নিগ্ধ সমীরণে ? শান্ত সকালে, শুদ্ধ বাতাস দোলায় যখন চুল, ভাব কি আমায় তখন ? স্মরণ কর কি কুয়াশা ভোরে মিষ্টি রোদের ছোঁয়া অঙ্গে জড়াও যখন ? আয়নাতে মুখ যখন দেখ তোমার পাশে, খোঁজ কি আমার মুখও ? কান্নারত আমার ছবি কখনও ভেবে, ভিজে কি তোমার চোখও ? কর্মমুখরতার মাঝে একটু অবসরে, মুখ কি আমার ভাসে ? জমানো কোন আড্ডায় বসে আনমনেতে হঠাৎ, স্মৃতি কি আমার হাসে ? অনেক কথায় মুখর যখন থাকো, আমায় যাও কি ভুলে ? মুখটি আমার ভাব কি কখনও একলা বসে, হৃদয় দুয়ার খুলে ? ক্লান্ত দুপুরে, প্রখর রোদে তোমার মনের ঘরে, পড়ে কি আমার টোকা ? বোকামি আমার স্মরণ করে কখনো আনমনেতে, বলে কি ওঠ ? “বোকা” । শাওয়ার ছেড়ে ভেজাও দেহ ভেজে কি তোমার মনও ? আমার কথা শুনবে বলে উদাস হাওয়া, কান পেতে কি শোন ? কালো মেঘে, দুপুরে যদি রাতের আঁধার নামে, পাশে কি আমায় খোঁজ ? স্পর্শ আমার পাচ্ছ ভেবে অনেক সুখে, চোখ দুটো কি বোজ ? ভ্যপসা গরমে বৃষ্টি যখন নামে, আমায় খোঁজ কি, মন ভেজাবে বলে ? আমার বিরহে বৃষ্টিভেজা দিনে প্রিয়া আমার, কাঁদো কি অন্তরালে ? মিষ্টি বিকেলে জানলায় বসে শান্ত হাওয়ায়, আমায় ভাব কি তুমি ? আমার ছবিতে তাকিয়ে থেকে আলতো করে, দাও কি কখনো চুমি ? গোধূলি বেলায়, লালচে পথে একলা যখন হাঁটো, ভাব কি আমায় পাশে ? কেমন আছি, তোমার আমি এসব ভেবে, জল কি চোখে আসে ? নিঝুম রাতে, নিভিয়ে বাতি, চাঁদের আলোকে তুমি, ভাব কি আমার হাসি ? আমার কথা স্মরণ করে মনে মনে কি বলো ? “তোমায় ভালবাসি” । ঘুম না এলে গভীর রাতে আমার অভাব, অনুভব কি করো ? কবিতা আমার – আমার চিঠি সামনে নিয়ে, বারবার কি পড়ো ? ঝড়ের রাতে অজানা ভয়ে উষ্ণ এ বুক, খোঁজে কি তোমার মন ? আকাশ ফেটে বিজলী পড়ে, কামনা করকি গভীর আলিঙ্গন ? ঘুমের মাঝে স্বপ্ন ভুবন, সেই ভুবনে তুমি, দেখ কি আমার ছবি ? জড়িয়ে ধরকি আমায় তুমি, স্বপ্ন মাঝে ? বিলিয়ে কি দাও সবি ? সকাল থেকে রাত অবধি প্রতিটি ক্ষণে, মনে কি আমায় রাখো ? যখন আমি থাকিনা পাশে আমার তুমি, শুধু কি আমারি থাকো ? সুখের স্মৃতি স্মরণ করে মনের মাঝে শিহরণ কি জাগে ? ভালবাসি তোমায় যত এমন ভালোবাসা পেয়েছ কি কভু আগে ?????.....  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.