মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! মস্কোর কিছু ছবি রাতের মস্কো স্টেট শপিং মল (জার আমল থেকে আছে) স্টেট শপিং মলের ভিতরে একটি ফোয়ারা রেড স্কোয়ারে সেন্ট বাসিলস্ ক্যাথেড্রাল মস্কো স্টেট ইউনিভার্সিটি (২৪০ মিটার উঁচু) ক্রেমলিন গনমৈত্রী বিশ্ববিদ্যালয় গনমৈত্রী বিশ্ববিদ্যালয় ফরেস্ট পার্কের ভিতর একটি প্রাসাদ মস্কো নদী রুশ স্টেট লাইব্রেরির এন্ট্রান্স লবি রুশ স্টেট লাইব্রেরী রুশ এ্যকাডেমি অফ সায়েন্স মস্কো ইন্টারন্যশনাল ট্রেড সেন্টার বালশোই থিয়েটার মস্কো মনোরেল একটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আস্তানকিনা টেলিভিশন টাওয়ার ও যুদ্ধবিমানের একটি ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে, গার্ড অফ অনার পুশকিন মিউজিয়াম অফ ফাইন আর্টস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।