আমাদের কথা খুঁজে নিন

   

মস্কোর জন্য প্রস্তুত বোল্ট

বিবিসি স্পোর্টসকে ২৬ বছর বয়সী এই অ্যাথলেট বলেন, "অবশ্যই খেতাব ফিরে পাওয়াটা এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি ভালো অবস্থায় আছি, ভালো অনুভব করছি। কঠোর অনুশীলনও করছি। আমি এখন প্রস্তুত। "
১০০ মিটারে বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ট্র্যাকে নামবেন বোল্ট।

বোল্টের ফলস স্টার্টের বদৌলতে গতবারের চ্যাম্পিয়ন উসাইন ব্লেক চোটের কারণে সরে দাঁড়িয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের টাইসন গে আর ১০০ মিটারে সাবেক বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকার আসাফা পাওয়েল গত জুলাইয়ে ডোপ টেস্টে ধরা খেয়েছেন।
তাই মর্যাদার এই ইভেন্টে বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন যার কাছে গত জুনে রোম ডায়মন্ড লিগ মিটে হেরে গিয়েছিলেন তিনি।
তবে সম্প্রতি লন্ডন মিটে নিজের মৌসুম সেরা ৯.৮৫ সেকেন্ডে এ ইভেন্টে জিতে স্বরূপে ফেরার আভাস দিয়েছেন বোল্ট।
১০০ মিটারের দৌড়ের খেতাব ফিরে পাওয়ার পাশাপাশি ২০০ মিটার খেতাব ধরে রাখার লড়াইয়েও নামবেন ৬টি অলিম্পক সোনার মালিক বোল্ট।


এ ইভেন্টেও বিশ্ব রেকর্ডের অধিকারী বোল্ট গত জুলাইয়ে প্যারিস মিটে ১৯.৭৩ সেকেন্ডে মৌসুম সেরা টাইমিং করেছেন।
"এ মৌসুমটা আমার জন্য খুব ভালো ছিল। প্রতি সপ্তাহেই আমি শক্তিশালী হয়েছি। আমি প্রতিটি ম্যাচ জিততে চাই। তবে মস্কোয় ১০০ ও ২০০ মিটারের ফাইনাল হবে এ বছরে আমার সবচেয়ে বড় দৌড়।

"
আগামী ১০ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। সবচেয়ে আকষর্ণীয় ইভেন্ট ১০০ মিটার দৌড়ের ফাইনাল হবে ১১ অগাস্ট। আর ১৭ অগাস্ট হবে ২০০ মিটার দৌড়ের ফাইনাল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।