ইরানের সংসদ নির্বাচন হয়ে গেল। এবারও নির্বাচনে ইরানের জনগণকে অনুৎসাহিত করার জন্য পাশ্চাত্য সাধ্যমত চেষ্টা চালিয়েছিল কিন্তু নির্বাচনের ফলাফল বলছে পাশ্চাত্য প্রভাব ফেলতে পারিনি।নির্বাচনে এ পর্যন্ত ১৩০ টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। বাকি ফলাফল আজই হয়তো জানা যাবে। সেখানে রক্ষণশীল ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে। এবং এবার মনে হচ্ছে আহমাদিনেজাদের সরকার যেভাবে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল - এবারে যারা সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে তাদের নীতিও একই বরং আরো একটু বেশী কঠোর হবে। ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সংসদ নির্বাচনের ফলাফল পাশ্চাত্যের জন্য একটা বড় শিক্ষা।| আগামীতে সম্ভবত তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে থাকবেন। ফলে তার এ কথার খুবই গুরুত্ব রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।