আমাদের কথা খুঁজে নিন

   

উল্টা পাল্টা করলে খবর আছে : হাসিনা

সুযোগের অভাবে ভদ্র বিএনপির ১২ মার্চের কর্মসূচি নিয়ে বেগম খালেদা জিয়াকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কর্মসূচি পালনের অধিকার বিরোধীদলের রয়েছে। কিন্তু কর্মসূচির নামে কোনো রকম উল্টা পাল্টা করলে ‘খবর আছে’। শুক্রবার সন্ধ্যায় গণভবনে বৃহত্তর ঢাকার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘‘যদি কোনো দূরভিসন্ধি মনে থাকে তাহলে সেদিন কি করতে হবে তা আমরা জানি। ’’ ১২ মার্চে বিএনপি কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কিনা সেটা খতিয়ে দেখা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদিও ১২ মার্চে তারা বলছে সমাবেশ করবে।

এর পিছনে আরো কিছু আছে কিনা? এই মার্চ মাসে আরো গণহত্যা চালাতে চায় কিনা? সে বিষয়ে সজাগ থাকতে হবে। ’’ শেখ হাসিনা বলেন, ‘‘দেশবাসীকে সজাগ থেকে যথাযোথ ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি। ’’ বিরোধী দলের ১৮ ডিসেম্বর কর্মসূচির কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘আর যদি ১৮ তারিখের মতো ফজর থেকে শুরু করেন তার জবাব পাবেন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দিবো না। বাংলাদেশের মাটিতে আর জঙ্গিবাদী-বোমাবাজি হবে না।

’’ বিরোধী দলের কর্মসূচির শান্তিপূর্ণ ভাবে পালনের আহবান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘হানাদার বাহিনীর মতোই ষড়যন্ত্র করে মাঠে নেমেছেন খালেদা জিয়া। মার্চ মাস, স্বাধীনতার মাসে তিনি রাজাকারদের পক্ষ নিয়ে মাঠে নেমেছেন। ’’ স্বাধীনতাবিরোধীদের পক্ষ নেয়ার জন্য জাতি একদিন খালেদা জিয়াকে ধিক্কার দেবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ওই যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিক, কাজী জাফরুল্লাহ, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ঢাকা, নারায়ণগঞ্চ, গাজীপুর, মুন্সীগঞ্জ, সাভার সহ ঢাকার আশেপাশের এলাকার আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্য এবং জেলা পরিষদ নেতারা যৌথসভায় উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।