আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে শেয়ারের মূল্যের উত্থান-পতন একটি স্বাভাবিক বৈশিষ্ট্য : প্রধানমন্ত্রী

মানুষ মানুষের জন্য জি.এম সৈকত http://www.abnews24.net : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও শেয়ারের মূল্যের উত্থান-পতন একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়নের পর দর পতন হয়। আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে এ এম মাহবুব উদ্দিন খোকনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়নের পর যখন দর পতন হয় তখন খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে শনাক্ত করা অপরাধের সবই অনুসন্ধান করে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

কয়েকটি মামলা বিবেচনায় আছে। তাছাড়া তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আরো ১৪টি বিষয়ের ওপর অধিকতর তদন্ত চলছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণসহ শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার সময় সময় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পদেক্ষেপ নেয়া হয়েছে। সরকার আশা করছে, এসব পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়ন হলে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে।

এ ছাড়া শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজার শক্তিশালী করার লক্ষ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয় তাহলে সরকার তা জরুরি ভিত্তিতে গ্রহণ করবে। সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর একটি। সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপের অংশ হিসেবে চলতি অর্থবছরে ১২৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৩০ হাজার পেশাদার গাড়ি চালককে প্রশিক্ষণ দেয়া হবে। শফিকুর রহমান চৌধুরীর (সিলেট-২) তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন যেসব প্রবাসী দেশে অবস্থান করবেন এবং এর মধ্যে ভোটার তালিকাভুক্ত হবেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি অরো বলেন, প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জন্য ২০১০ সালের ২০ ডিসেম্বর ভোটার তালিকা আইন-২০০৯-এর ৮ ধারা সংশোধন করা হয়েছে। সংশোধন করার পর যা দাঁড়িয়েছে তা হচ্ছে কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে, তিনি সর্বশেষ যে নির্বাচনী এলাকায় বা ভোটার এলাকায় বসবাস করেছিলেন অথবা তার নিজ বা পৈতৃক বসতবাড়ি যে স্থানে অবস্থিত ছিল বা আছে, তিনি সে এলাকার অধিবাসী বলে গণ্য হবেন। আর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আশ্রায়ণ প্রকল্পের ধারাবাহিকতায় ২০০২ সালের জুলাই থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৮ হাজার ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর আগে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচ বছরে ৩০০ কোটি টাকা ব্যয়ে বাস্তু ভিটাহীন ৫০ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়। ৫০ হাজার ভূমিহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ (জুলাই ২০১০ থেকে জুন ২০১৪) নামে একটি প্রকল্পের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

এ ছাড়াও বর্তমান সরকারের আমলে ৯৩ হাজার ৩৪৫টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪২ হাজার ৮৪০ একর খাস জমি বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের সভাপতিত্বে চলতি অধিবেশনের ১৯তম কার্যদিবসের কার্যক্রম শুরু হয়। : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও শেয়ারের মূল্যের উত্থান-পতন একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়নের পর দর পতন হয়।

আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে এ এম মাহবুব উদ্দিন খোকনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়নের পর যখন দর পতন হয় তখন খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে শনাক্ত করা অপরাধের সবই অনুসন্ধান করে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। কয়েকটি মামলা বিবেচনায় আছে। তাছাড়া তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আরো ১৪টি বিষয়ের ওপর অধিকতর তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণসহ শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার সময় সময় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পদেক্ষেপ নেয়া হয়েছে। সরকার আশা করছে, এসব পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়ন হলে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে। এ ছাড়া শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজার শক্তিশালী করার লক্ষ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয় তাহলে সরকার তা জরুরি ভিত্তিতে গ্রহণ করবে। সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর একটি।

সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপের অংশ হিসেবে চলতি অর্থবছরে ১২৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৩০ হাজার পেশাদার গাড়ি চালককে প্রশিক্ষণ দেয়া হবে। শফিকুর রহমান চৌধুরীর (সিলেট-২) তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন যেসব প্রবাসী দেশে অবস্থান করবেন এবং এর মধ্যে ভোটার তালিকাভুক্ত হবেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি অরো বলেন, প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জন্য ২০১০ সালের ২০ ডিসেম্বর ভোটার তালিকা আইন-২০০৯-এর ৮ ধারা সংশোধন করা হয়েছে। সংশোধন করার পর যা দাঁড়িয়েছে তা হচ্ছে কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে, তিনি সর্বশেষ যে নির্বাচনী এলাকায় বা ভোটার এলাকায় বসবাস করেছিলেন অথবা তার নিজ বা পৈতৃক বসতবাড়ি যে স্থানে অবস্থিত ছিল বা আছে, তিনি সে এলাকার অধিবাসী বলে গণ্য হবেন।

আর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আশ্রায়ণ প্রকল্পের ধারাবাহিকতায় ২০০২ সালের জুলাই থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৮ হাজার ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর আগে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচ বছরে ৩০০ কোটি টাকা ব্যয়ে বাস্তু ভিটাহীন ৫০ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়। ৫০ হাজার ভূমিহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ-২ (জুলাই ২০১০ থেকে জুন ২০১৪) নামে একটি প্রকল্পের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এ ছাড়াও বর্তমান সরকারের আমলে ৯৩ হাজার ৩৪৫টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪২ হাজার ৮৪০ একর খাস জমি বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের সভাপতিত্বে চলতি অধিবেশনের ১৯তম কার্যদিবসের কার্যক্রম শুরু হয়। http://www.abnews24.net ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.