আমাদের কথা খুঁজে নিন

   

বনের রাজা টারজান গ্রেফতার!

ভালো। বিশ্বব্যাপী জনপ্রিয় টারজান নামের সিরিজ ছবিটি যারা দেখেছেন, তারা নিশ্চয়ই অবগত আছেন ছবির কেন্দ্রীয় চরিত্র টারজান মানেই বন্যপ্রাণীপ্রেমী এক বলিষ্ঠ ব্যক্তিত্ব। এখন এই বন্যপ্রাণীর প্রতি প্রেমই কাল হয়ে দাঁড়াল স্প্যানিশ ‘টারজান’ স্টিভ সিপেকের জন্য। পর্দায় যিনি স্টিভ হকস নামে পরিচিত। জানা গেছে, ক্রোয়েশিয়ান এ অভিনেতা ফ্লোরিডার নিজ বাড়িতে অনেক বছর ধরেই উন্মুক্ত অবস্থায় বাঘ ও সিংহের মতো হিংস বন্যপ্রাণী লালন-পালন করতেন, যা ওই আবাসিক এলাকার অন্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াত।

এজন্যই ফ্লোরিডার পশু অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ স্টিভের এ বন্যপ্রাণী পোষার লাইসেন্স বাতিল করে এবং তাকে তার পোষা দুটো বাঘসহ পুলিশ হেফাজতে নেয়। ফ্লোরিডার পশু অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, স্টিভকে খাঁচার ভেতর তার বন্যপ্রাণীগুলো সংরক্ষণের আদেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেগুলোকে উন্মুক্তভাবে বাড়ির উঠানে ছেড়ে রাখতেন, যা তার প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করত। স্টিভ তার ‘টারজান অ্যান্ড দ্য ব্রাউন প্রিন্স’ ছবির শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আগুনে আটকা পড়েন। তখন একটি সিংহ তার প্রাণ বাঁচায়।

এরপর থেকে স্টিভের বন্যপ্রাণীদের প্রতি প্রেম বেড়ে যায়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।