আমাদের কথা খুঁজে নিন

   

সাবটাইটেল নিয়ে ঝামেলায় পড়ে গেলাম ... যারা ভিএলসি দিয়ে সাবটাইটেল সিঙ্ক করতে পারেন, তারা একটু এদিকে আসেন ত!

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। ভিএলসি প্লেয়ারে সাবটাইটেল কিভাবে সামনে পিছনে বা সিনক্রনাইজ করা যায় ... একটু বলুন ত! একটা জাপানিজ মুভি ডাউনলোড করে দেখতে গিয়ে ভাল করে উপভোগ করতে পারছি না। কারণ আসল ভিডিও এর থেকে প্রায় ৬ সেকেন্ড আগেই সাবটাইটেল চলে আসছে ... যা অত্যন্ত বিরক্তিকর।

আমি sublight ইউজ করে সাবটাইটেল নামিয়েছি। নামানোর সময় সাবটাইটেলের fps আর মুভির fps একই ছিল। কিন্তু নামানোর পর দেখি মিলছে না! এই প্রবলেম সলভ করার জন্য ব্লগার বিডি আইডলের একটা পোষ্ট দেখেছিলাম। সেখানে ভিডিও কনভার্টার নামক একটা সফটওয়্যার ছিল, যেটা দিয়ে ফ্রেম রেট চেঞ্জ করে সমস্যার সমাধান করা যায়। কিন্তু আমার ক্ষেত্রে কোন লাভ হয়নি তা দিয়ে।

গুগলের কাছে হাত পাতলাম। একটা ফোরামে গেলাম। Click This Link ঐটার কথা মোতাবেক চললাম ... কিন্তু কিছুই হল না! কেউ একটু সাজেষ্ট করুন প্লিজ এই ব্যাপারে ... আমি ভিএলসি দিয়ে কিভাবে ভালভাবে সাবটাইটেল সিনক্রনাইজ করতে পারি ... ... কেউ বলতে পারবেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.