শিক্ষানবিস
কোন মুভির ইংরেজি সাবটাইটেল থাকলে বাংলা করে নেয়া খুবই সহজ। ইন্টারনেট থেকে মুভি বা অন্য কোন ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফাইল ফরম্যাট হচ্ছে "AVI"। এভিআই ফাইলের সাবটাইটেল ফাইলের এক্সটেনশন থাকে "SRT"। সাবটাইটেল দেখতে হলে এভিআই ও এসআরটি ফাইল দুটিকে একই ফোল্ডারে রেখে তাদের নাম এক করে দিতে হয়। নামের পুরো অংশ এক থাকতে হয়, শুধু এক্সটেনশন একটিতে এভিআই ও অন্যটিতে এসআরটি।
তাহলেই এসআরটি ফাইলে লিখিত সব সাবটাইটেল সময় অনুযায়ী এভিআই ফাইলে সংযুক্ত হয়ে যায়। এসআরটি ফাইলটি আবার নোটপ্যাডের মাধ্যমে খোলা যায়। এভাবে মুভির সব কথোপকথন পড়াও যায়। সেখানে ইংরেজির বদলে বাংলা অনুবাদটি লিখে দিলেই হল, মুভিতেও বাংলা সাবটাইটেল আসতে থাকবে। কিন্তু এর জন্য পিসিতে বাংলা সেটআপ থাকতে হবে।
যারা সামহোয়্যারইনব্লগে লিখেন বা পড়েন তাদের তো এই সেটআপ থাকারই কথা। না থাকরে এই ব্লগের সাইটেই নিয়মাবলী দেয়া আছে; "কোন সমস্যা" বাটনে ক্লিক করলেও পাওয়া যাবে। আর সাবটাইটেল লিখতে হবে কিন্তু নোটপ্যাডে দিয়ে খোলা এসআরটি ফাইলটির মধ্যেই। নোটপ্যাডে বাংলা লিখতে হলে প্রথমে এর ফন্ট ঠিক করতে হবে। Format --> Font এ গিয়ে বাংলা একটি ফন্ট নির্ধারণ করে দিলেই হল।
বাংলা টাইপ করার জন্য তো অভ্র রয়েছেই। এছাড়াও ইউনিকোড বাংলা টাইপিং সফ্টওয়্যার রয়েছে যার মাধ্যমে টাইপ করা যায়। উল্লেখ্য সাবটাইটেলের এই বিষয়টি অবশ্যই ইউনিকোডে হতে হবে। এর পরও দুটি সমস্যা হতে পারে:
১. সব করার পরও দেখা গেল মুভিতে বাংলার বদলে ব্লক ব্লক আসছে। সেক্ষেত্রে ধরে নিতে হবে ঠিকমত সেভ করা হয়নি।
তাই সেভ করার সময় সেভ অ্যাজ দিয়ে এনকোডিং-এর ট্যাবটিতে ইউনিকোড সিলেক্ট করতে হবে। সাধারণত ANSI সিলেক্ট করা থাকে।
২. উপরের কাজটি করার পরও যুক্তবর্ণ ঠিক মমত না আসতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজে ফন্টের সমস্যা ধরে নিতে হবে। সোলাইমানি লিপি ফন্টটি ভাল, একে পিসির ডিফল্ট ফন্ট হিসেবে ঠিক করা যেতে পারে।
ম্যানুয়ালভাবে করার চেয়ে ওমিক্রনল্যাবের ওয়েবসাইটে দেয়া সাবটাইটেলের সফ্টওয়্যারটি ব্যবহার করা যেতে পারে:
Click This Link
এই ফন্ট ফিক্সারে সোলাইমানি লিপি বা অন্য কোন একটি সিলেক্ট করে ফিক্স দিলেই সব ঠিক হয়ে যাবে।
বাংলা সাবটাইটেলের এই বিষয়টি প্রথম যখন বুঝতে পারি তখন বেশ উত্তেজিত হয়ে উঠেছিলাম। যে কেউ একটি এভিআই বা ডিভএক্স মুভির সাথে এসআরটি লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন। opensubtitles.org নামে একটি ওয়েবসাইট আছে যাতে প্রায় সব এভিআই মুভির সাবটাইটেল তথা এসআরটি ফাইলটি পাওয়া যায়। নামিয়ে নিয়ে শুরু করে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।