যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই!
আমাদের সবারই মুভি দেখতে বসলে সাবটাইটেল নিয়ে ঝামেলায় পড়তে হয়! হলিউড-বলিউড হলে সমস্য তেমন না হলেও অন্য ভাষার মুভি দেখতে গেলে সাবটাইটেল ছাড়া আর কোনো উপায় নাই। আমরা বেশীরভাগই গুগলে সার্চ দিয়ে সাবটাইটেল নামাই। অনেক সময়ই দেখা যাই সঠিক সাবটাইটেল সহজে পাওয়া যায় না। কাজটা আবার বিরক্তিকরও। সাবটাইটেল সহজেই ঝামেলামুক্ত ভাবে ডাউনলোড করার কিছু সফটওয়্যার আছে।
এর মধ্যে সেরা Sublight!
মোটামুটি সকল হলিউড মুভি ও সিরিজ ও হলিউড ছাড়া ইংলিশ মুভি বা সিরিজ এবং বিখ্যাত ফ্রেঞ্চ, ইতালিয়ান, কোরিয়ান, চাইনিজ মুভির সাবটাইটেল পাওয়া যাবে কয়েকটি ভাষায়। প্রথমেই ৬০০ কিলোবাইটের সফটোয়্যারটি ডাউনলোড করে নিন এখানে থেকে-
সাবলাইট ভার্সন ৪
এবার আপনার পিসিতে ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিন। এবার আপনি কোন ভাষার সাবটাইটেল চান তা সিলেক্ট করুন। এখানে আমরা সবাই সম্ভবত ইংলিশই সিলেক্ট করব! এরপর প্রোগ্রামটি চালু হলে ‘Drag & Drop Video File here’-এ ক্লিক করুন। এখন ম্যানুয়ালি সার্চ অপশনে সেই মুভির নাম অটোম্যাটিক চলে আসবে।
যদি না আসে তবে সেখানে সঠিক নাম ও সাল লিকে সার্চ দিন। এবার মুভির সাবটাইলের একটি লিস্ট চলে আসবে। এখানে সাবলাইটের নিজস্ব ডাটাবেজ ও থার্ড পার্টি ডাটাবেজ থেকে সার্চ রেজাল্ট দেখাবে। এবার সাবটাইটেলে ক্লিক করলেই সেটি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং ভিডিও প্লেয়ারে মুভি/সিরিজটি সাবটাইটেলসহ চালু হবে।
এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে।
আপনার মুভি ফাইলটি কোন ভার্সনে আছে তা খেয়াল করবেন। যদি BdRip হয় তবে BdRip সাবটাইটেলটি ডাউনলোড করবেন, যদি DvDScr এ হয় তবে সেটি ডাউনলোড করবেন। মূলত DVDRip, BDRip, BrRip ইত্যাদি ফাইল থাকলে এদের যে কোনো একটির সাবটাইটেল ডাউনলোড করলেই চলে। কিন্তু মুভি যদি Cam, DVDScr, TS, TvRip এর হয় তবে নির্দিষ্ট সাবটাইটেলগুলোই নামাতে হবে। কারণ এসব প্রিন্টে দেখা যায় মুভির শুরুতে বা মাঝের দৃশ্য কাটা থাকে।
আর সাবটাইটেল ডাউনলোড করার সময় এর রেটিং এবং কতবার ডাউনলোড করা হয়েছে এর ভিত্তিতে নামাবেন। সেগুলোর পারফেক্টলি sync করা থাকে! আর থার্ড পার্টি ডাটাবেজ থেকে সাবটাইটেল নামতে হলে সেই ওয়েবসাইটেও একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে!
এই সফটওয়্যারের সবকিছুই ভালো। কিন্তু সমস্যা হল এটি ফ্রি না। অনেক খুঁজেও এর কোনো ক্রাক বা প্যাচ পেলাম না। তাই এক অ্যাকাউন্ট দিয়ে নির্দিষ্ট সংখ্যাক সাবটাইটেল ডাউনলোড করার পর প্রতিটা সাবটাইটেল নামানোর আগে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে।
অবশ্য এটা খুব একটা মন্দ না!
আরো দুইটি সাবটাইটেল ডাউনলোডারের লিংক দিলাম। তবে কোনোটাই Sublight এর মত এত পারফেক্ট মনে হয় না!
Subs Grabber 1.1.0.70
OSCAR
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।