কিছু লিখতে চাই। তাই এই পেজ। http://www.opensubtitles.org/en এই পেজটিতে যান। সেখানে ছবির নাম আর ল্যাঙ্গেুয়েজ সিলেক্ট করুন, তারপর সার্চ দিন। অনেকগুলো আসবে সেখান থেকে বেছে বেছে আপনার ছবির জন্য উপযুক্ত সাবটাইটেলটি নামান।
তারপর সেটিকে আনজিপ বা এক্সট্রাক্ট করুন। আপনি একটি এসআরটি ফাইল পাবেন। তারপর ছবিটি চালিয়ে সেই ছবির উপর ফাইলটি ড্র্যাগ করুন। সাবটেইটেল চলে আসবে। যদি ড্র্যাগের ঝামেলায় না যেতে চান তবে এক্সটেনশন ফাইল এ হাত না দিয়ে সাবটাইটেল ও ছবির নাম এক করে ফেলুন।
দেখবেন ছবি চালালেই সাবটাইটেল অটোমেটিক চলে আসবে। এক্ষেত্রে প্লেয়ার হিসাবে ভি এল সি বা কেএম প্লেয়ার ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় উপযুক্ত সাবটাইটেল বাছার ক্ষেত্রে ছবিটাতে কি কোডেক ব্যবহার করা হয়েছে সেটির সাথে মিলিয়ে সাবটাইটেল বাছাই করতে হবে। সহজ হচ্ছে ছবির পুরো নামের সাথে সবচেয়ে বেশি মেলে যে সাবটাইটেলের নাম, সেটিই মিলবে। যেমন Our Idiot Brother 2011 720p BRRiP XviD AC3 - MiSTERE এক্ষেত্রে BRRiP XviD AC3 - MiSTERE এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে।
আরো বেশি কিছু ওয়েবসাইট আছে। গুগলে খুঁজলে পেয়ে যাবেন। আপনার সাবটাইটেল অনুসন্ধান সফল হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।