উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
বাংলা সাবটাইটেল করার চেষ্টা করলাম লিনাক্স তথা উবুনটু র মাঝে যে ক'টা সুবিধা পাওয়া যায়। সাবটাইটেল যোগ করলে সঠিক দেখায়, মানে দুটো ফাইল আলাদা ভাবে থেকে এক সংগে কাজ করে, ভিডিও ও সাবটাইটেল ঠিক মতই থাকে, কিন্তু যখন দুটোকে মিলিয়ে একটি ফাইল তৈরী করি তখন বাংলা স্বরবর্নের চিহ্নগুলো "ফোনেটিক" ভাবে প্রদর্শিত হয়।
ছবি দিলাম কি রকম বাংলা সাবটাইটেল সহ ভিডিও টির চিত্র পাওয়া যায়।
Avidmux দিয়ে সংযোজন করার চেষ্টা করা হয়েছিল, বাংলা সাবটাইটেল করেছিলম বেশ কয়েকটা লিনাক্সের সফ্টওয়্যর দিয়ে, তার মধ্যে GauPol Subtitle Editor, Subtitle Editor ও Jubler উল্লেখযোগ্য
কারু কাছে কি সমাধান আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।