The mind is in its own place, and in itself/ Can make a Heaven of Hell, a Hell of Heav’n শিক্ষকতাকে কখনোই তিনি পেশা হিসেবে গ্রহণ করেন নি। জ্ঞানের পাদপ্রদীপের আলোয় অজ্ঞতার অন্ধকারকে দূর করার প্রত্যয় নিয়ে শিক্ষকতাকে ব্রতরূপে গ্রহণ করেছিলেন। তিনি হলেন আমাদের সিরাজ স্যার। পুরো নাম মোঃ সিরাজুল ইসলাম। ১৯৮১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা ব্রতে প্রবেশ করেন।
সময়ের পরিক্রমায় তিনি আমাদের পাবনা এডওয়ার্ড কলেজে সহযোগী অধ্যাপক পদে আসেন ২০০১ সালে।
এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগে যোগদানের পর থেকেই পুরো বিভাগকে আপন করে নেন। বিভাগের শিক্ষার্থীদেরকে আপন সন্তান স্নেহে জ্ঞানের আলোয় আলোকিত করতে লাগলেন। একাডেমিক পড়াশোনাকে যেমন গুরুত্বারোপ করতেন, একইভাবে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনাতে আবদ্ধ না থেকে জ্ঞানের অন্যান্য শাখায় অনুসন্ধানের জন্য প্রেরণা যোগাতেন। কোনো শিক্ষার্থীর প্রতি কখনো বিরাগ হয়েছেন এমনটি কখনো ঘটে নি।
বরং, তাঁর স্নেহ ও মমতায় অনেক অবাধ্য শিক্ষার্থী সঠিক পথের সন্ধান লাভ করেছিল। অন্যদিকে, তাঁর পড়ানোটা এমন ছিল যে, শিক্ষার্থীদের কাছে কখনোই তা নীরস কিংবা একঘেয়ে মনে হত না। সাহিত্যের অপার সৌন্দর্য পরম যত্নে শিক্ষার্থীদের সামনে উন্মোচনের মাধ্যমে জীবনের অন্তর্নিহিত সত্যের সন্ধান করতেন।
সিরাজ স্যারের আরেকটি গুনের কথা না বললেই নয়। স্যার সংগীতের একজন অনুরাগী।
তিনি গান গাইতে ও শুনতে ভালবাসতেন। সেই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। সম্ভবতঃ ২০০৩ সালের দিকের কথা। প্রতিবারের ন্যায় বিভাগ থেকে শিক্ষাসফরের আয়োজন করা হয়। সকলের মতামতের ভিত্তিতে দিনাজপুরের রামসাগর স্থান হিসেবে নির্বাচন করা হয়।
শিক্ষাসফর নিয়ে শিক্ষার্থীদের প্রবল উৎসাহ। অবশেষে প্রতীক্ষার প্রহরের পালা শেষ হয়ে আসে সেই কাঙ্খিত দিন। কিন্তু দেখা যায় যে, রামসাগরে পৌঁছানোর পর থেকেই শিক্ষার্থীদের মন খুব খারাপ। এগিয়ে এলেন সিরাজ স্যার। তিনি বুঝতে পারলেন যে, যাত্রা দেরি করে শুরু হওয়ার কারনে রামসাগরে পৌঁছাতে বিলম্ব হওয়ায় সকলেরই আনন্দ মাটি হওয়ার উপক্রম।
তখন তিনি নিজ উদ্যোগে সবাইকে নিয়ে নৌকাভ্রমণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসের মাত্রাটাকে আরও একটু বাড়িয়ে দিতে স্যার গাইতে শুরু করলেন ভাওয়াইয়া গান। তাঁর গানের সুরের সঙ্গে শোনা গেল তাঁর স্নেহধন্য শিক্ষার্থীদের সমস্বর।
বিভাগের শিক্ষকদের সাথে ছিল তাঁর চমৎকার সম্পর্ক। সহকর্মীর পরিচয় ছাপিয়ে সিরাজ স্যার সবাইকে মনে করতেন একই পরিবারের অবিচ্ছেদ্য সদস্য।
সিরাজ স্যার সম্পর্কে এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কলিম উদ্দিন স্যার এভাবে বলেন, “তিনি সুশৃঙ্খলতাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করতেন। তবে সবচেয়ে বড় কথা, তাঁর মধ্যে মানবিক গুণাবলীর ছিল সপ্রতিভ উপস্থিতি। ”
আজ আমাদের প্রিয় সিরাজ স্যার শারীরিকভাবে চরম সঙ্কটময় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর শরীরের দুটো কিডনীই অকেজো হয়ে গেছে। প্রথম দিকে কয়েকদিন পরপর ডায়ালাইসিস করা হলেও এখন একদিন অন্তর অন্তর ডায়ালাইসিস করতে হচ্ছে।
চিকিৎসকেরা বলে দিয়েছেন যে, অনতিবিলম্বে কিডনী প্রতিস্থাপন না করা গেলে কোনোরকম আশাব্যাঞ্জক সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। কিডনী প্রতিস্থাপনের জন্য যে ৩৫ লক্ষ টাকার প্রয়োজন, তা নিশ্চয় অল্প পরিমান অঙ্কের নয়। তাছাড়া, ডায়ালাইসিস বিপুল অঙ্কের ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি। স্যারের একার পক্ষে তা কতটা কষ্টসাধ্য ব্যাপার তা বোধ করি সহজে অনুমেয়।
এই লেখাটি লেখার পূর্বে স্যারের কাছ থেকে অনুমতি চাইলে তিনি রাজী হন নি লেখাটি প্রকাশ করার।
কিন্তু তারঁ সন্তানতুল্য শিক্ষার্থীদের অনুরোধ রাখবেন না, এমনটি তিনি নন। তবে তিনি শর্ত দিলেন, কোনো সাহায্যের আবেদন নয়। স্যারের সেই আদেশ মেনে নিয়েই এই লেখার প্রয়াস। স্যারের স্নেহধন্য অনেক শিক্ষার্থীই জীবনের প্রয়োজনে দেশে-বিদেশে অবস্থান করছেন। হয়তো বা নাগরিক জীবনের ব্যস্ততায় স্যারের কোনো খোঁজ রাখতে পারি নি।
আজ কি আমরা পারি না সেই ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে স্যারের পাশে দাঁড়াতে? স্যারের হাত দুটি ধরে বলতে পারি না, “ স্যার, আপনি একা নন। আপনার সন্তানেরা আপনার পাশে আছে। ” সন্তান হিসেবে এটি আমাদের শুধু দায়িত্ব নয়; এটি আমাদের অধিকার। সেই অধিকারের দাবিতেই আসুন আমরা সবাই স্যারের এই সঙ্কটপূর্ণ ক্ষণে তাঁর পাশে দাঁড়াই।
১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
মোঃ সিরাজুল ইসলাম
হিসাব নম্বরঃ ২৩৯৭৯
২. সোনালী ব্যাংক লিমিটেড
মোঃ সিরাজুল ইসলাম
হিসাব নম্বরঃ ০০২৫৩৯০০৬
সিরাজ স্যারের সঙ্গে যোগাযোগঃ ০১৯২০৭৭৫৬১৩।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।