ঘুমিয়ে পড়ার আগে......
দেশের তেনা দের অবস্থা দেখে ভাল মানুষ গুলো আর চোখে পরে না.আর চোখে পরলেও তাদের নিয়ে কিভাবে লিখব ঠিক বুঝে উঠতে পারি না.
সময় টা ঠিক মনে নায় বি.টি.ভি তে একটা অনুষ্ঠান দেখাতো 'মাটি ও মানুষ'.শহরে বড় হয়েছি আর পিচ্চি ছিলাম হাঁস ,মুরগী,মাছ এগুলো দেখার খুব আগ্রহ ছিল.তাই এই অনুষ্ঠান টা খুব আগ্রহ নিয়ে দেখতাম.আর দেখতাম একজন মানুষ দেশের আনাচে কানাচে ছুটে চলেছে.যেখানেই সফলতার খবর পেয়েছে বা সম্ভাবনা দেখেছে তা মানুষের কাছে তুলে ধরারা জন্য ছুটে গিয়েছে.সবসময় দেখতাম একই ধরনের পোষাক পরা.মানুষের সাথে হাঁসি মুখে কথা বলছে.আমার ধারণা ছিল এই লোকটা বিটিভি র সাধারণ একজন কর্মচারি.
কিন্তু এখন বুঝতে পারছি তিনি অনুষ্ঠান টা পরিচালনা করতেন.আর দেশের মানুষের কথা চিন্তা করেছেন.কিভাবে বেকারত্ব দূর করা যাই,কিভাবে গ্রমের মেয়েরা ঘরে থেকেই উপার্যন করতে পারে.বয়ো গ্যাস ,ডেইরী ফার্ম,পলট্রি ফার্ম,চিংড়ি চাষ আরো অনেক কিছু তুলে ধরেছেন.মাঝখানে কোন এক কারণে তিনি অনুষ্ঠান টা করা ছেরে দিয়েছিলেন.এখন নিজের চ্যানেল এ 'হৃদয়ে মাটি ও মানুষ'নামে অনুষ্ঠান টা আবার শুরু করেছেন.
আমার মনে হয় তিনি দেশের ভালা চিন্তা করেছেন,দেশের মানুষের ভাল চেয়েছেন.আর তিনি হলেন শাইখ সিরাজ.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।