আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজ সিকদার



তোমাকে আমারা ঠিকই চিনে নিয়েছি জেনেছি তোমার গৌরবময় বিপ্লবী জীবন গাঁথা যতই তোমাকে ওরা আড়াল করতে চাক ইতিহাসকে যতই বিকৃত করুক নিজেদের হীন স্বার্থে দেশমাতৃকার জন্য তোমার নিখুত ভালোবাসা ছিল বলে তুমি বেছে নিয়েছিলে গেরিলা জীবন পূর্ববাংলার মানুষের মুক্তির জন্য গঠন করেছিলে-সর্বহারা শ্রেণীর পার্টি কিন্তু শত্রুপক্ষ বসে থাকেনি তোমাকে ওরা মেনেছিল ওদের অস্তিত্বের হুমকি হিসেবে কারণ তুমি ছিলে মহান বিপ্লবের দিক্ষায় দিক্ষিত তোমাকে,তোমার আদর্শকে হত্যা করার জন্য ওরা তৈরী করল প্রতিপক্ষকে ঘায়েলের জঘন্যতম কৌশল-ত্র্রসফায়ার যার প্রথম শিকার তুমি কিন্তু ওরা কি নির্বোধ দেখ,ওরা জানে না এক সিরাজকে হয়ত শারীরিকভাবে হত্যা করা সম্ভব কিন্তু তার যে আদর্শ,বৈপ্লবিক চেতনা তা কখনও হত্যা করা যায় না তা ছড়িয়ে পড়ে দিকে দিকে জন্ম হয় হাজার সিরাজের এই বাংলার মাটি,আলো-বাতাস নিজেকে ধন্য মানবে তুমি এই বাংলায় জন্মেছিলে বলে তোমার অসমাপ্ত স্বপ্নের জন্য,বিপ্লবের জন্য আমরা প্রস্তুত হচ্ছি,লড়ছি,লড়ব বিপ্লবের যে স্বপ্ন ছিল তোমার তা অবশ্যম্ভবী,অনিবার্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.