আমাদের কথা খুঁজে নিন

   

জীবনসঙ্গী খোঁজার মেলা

পঞ্চাশে জীবনসঙ্গী হারিয়ে যারা একাকী জীবন-যাপন করেন তারা বোঝেন একাকিত্ব বা নিসঙ্গতা কত ভয়াবহ। আমাদের সমাজে এই বয়সে নতুন জীবনসঙ্গী খোজাকে ’বুড়ো বয়সে ভীমরতি’ ধরেছে বলবে। কিন্তু আসলেই কি তাই ? কিছুদিন আগে আমেরিকা প্রবাসী এক ডাক্তার একটি ঘটনা বর্ণনা করল। ঘটনাটি হল, ৬০ বছরের এক বৃদ্ধার স্বামী মারা গেছে। বৃদ্ধা খুব কান্নাকাটি শুরু করল এই বলে যে এখন কে তাকে সঙ্গ দেবে ? চরম বিষন্নতার মাঝে ৬ মাস বসবাস করার পর সে আবার নতুন এক সঙ্গী পেল।

সে বৃদ্ধার এক সন্তান থাকলেও তিনি তার কাছে যাননি। কারণ এটা তাদের সামাজিকতার মধ্যে পড়ে না। তিনি তার অনুভুতি সন্তানের কাছে বলতে পারবেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে নি:সঙ্গ বৃদ্ধ বা বৃদ্ধার অবস্থা আরও করুণ। সঙ্গী মারা গেলে অবশেষে সন্তানের সাথে গিয়ে থাকতে হয়।

কিন্তু যাদের সন্তান নেই বা বিদেশ থাকে তাদের নিস:সঙ্গতাটা আরও বেশি । আবার সন্তানের সাথে থাকলেও সন্তানের কাছে তো সবকিছু শেয়ার করা যায় না। তখন ভেতরে ভেতরে একাকিত্বের যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়। যেহেতু এ বয়সে বিয়ে করার রেওয়াজ আমাদের দেশে নেই তাই অনেকের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। যা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে সে একা, নি:সঙ্গ ।

দিন দিন বৃদ্ধাশ্রমে নিস:ঙ্গ মানুষের সংখ্যা বাড়ছেই। অনেকে চল্লিশেই বিধবা হয়ে যান। এরপর থেকে সারাজীবনই একা থাকতে হয়। পঞ্চাশোর্ধ বয়সে যৌনতা নয় তাদের দরকার একজন জীবনসঙ্গী । তাদের এমন একজন দরকার যার সঙ্গে বাকী জীবনটা আনন্দে কাটিয়ে দিতে পারেন।

আর এজন্য দরকার পঞ্চাশোর্ধ নি:সঙ্গদের নিয়ে বছরে একটি মেলা । জীবনসঙ্গী খোজার মেলা। যেখান থেকে নিজেরাই নিজেদের জীবনসঙ্গী খুজে নিবে। গত বছরের ২০ নভেম্বর ভারতের আহমেদাবাদের মেহেন্দি নওয়াজ মিলনায়তনে এরকম একটি মেলা হয়েছিল। মেলাতে আহমেদাবাদের বিপতœীক জিতেন্দ্র ( ৬২) জীবনসঙ্গী অমি পান্ডে ( ৫২)কে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন।

জিতেন্দ্র জানান, বিলাসিতার সবকিছুই আমার আছে। কিন্তু অনুভুতিগুলো প্রকাশ করার জন্য আমার কাউকে দরকার ছিল। আমি তাকে পেয়েছি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।