হাজার বছরের প্রাচীন একটি কোরআন শরিফ সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর নির্মাণ করা হচ্ছে চীনে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের দংজিয়াং এলাকায় এ জাদুঘর নির্মাণ হবে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
সিনহুয়া জানায়, এক হাজার বছরের প্রাচীন কোরআন শরিফটি ২০০৯ সালে দংজিয়াং এলাকা থেকে উদ্ধার করা হয়। এর পৃষ্ঠাসংখ্যা ৫৩৬| চীন, ব্রিটেন ও জাপানের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, নবম থেকে একাদশ শতকের মধ্যে কোরআন শরিফটি লেখা হয়েছিল।
দংজিয়াংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮০০ বর্গমিটার আয়তনের জাদুঘরটি নির্মাণে ব্যয় হবে ৪০ লাখ ইউয়ান (ছয় লাখ ৩৫ হাজার ডলার)| কোরআন শরিফটি প্রদর্শনের জন্য জাদুঘরে একটি প্রদর্শনী কক্ষ থাকবে। এ ছাড়া ডিজিটাল প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে।
প্রাচীন এ কোরআন শরিফটি যাতে নষ্ট না হয়ে সেজন্য বিশেষ উন্নত ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল থেকে জাদুঘরের নির্মাণকাজ শুরু হবে। চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা।
স্থানীয় ইমাম মা চিংফ্যাং বলেন, ‘কোরআন শরিফের এ অনুলিপিটিকে সাংস্কৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোরআনের যেসব প্রাচীন অনুলিপি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ’
দংজিয়াংয়ের প্রশাসনিক উপপ্রধান চেন হেইলং বলেন, ‘দংজিয়াংয়ের আদিবাসী গোষ্ঠী, চীনের ইসলাম ধর্মের ইতিহাস ও সভ্যতা সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে এটি অন্যতম দলিল। ’
সূত্র : http://www.statenewsbd.com/?p=2318 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।