আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলের তৃতীয় আসর হওয়ার সম্ভাবনা কমই। এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ সময়মতো না হাওয়ার ধাক্কায় ঘরোয়া ক্রিকেটের পুরো সূচিই হয়ে পড়েছে এলোমেলো। এ পরিস্থিতিতে নানা দেনা-পাওনা নিয়ে বিতর্কিত ‘বকেয়া প্রিমিয়ার লিগ’টাকে (বিপিএল) পিছিয়ে দেওয়ারই চিন্তাভাবনা। যাতে আরেকবার গর্তে পড়ার আগে পুরোনো গর্ত থেকে উঠে দাঁড়াতে পারে বিসিবি।
আদালতের নির্দেশনা পেয়ে বিসিবি এখন নির্বাচনমুখী। বিসিবির আজকের সভা নির্বাচনকে বেগবান করতে পারে আরও। শেষ পর্যন্ত মাঠে গড়াক না-গড়াক, আরও একবার ঠিক হতে পারে প্রিমিয়ার লিগেরও ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেটসূচির আলোচনায় উঠে আসবে বিপিএলও। আলোচনা হবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুর প্রস্তুতি কাজের অগ্রগতি নিয়ে।
বিসিবির অস্থায়ী কমিটির আজকের সভার দিকে তাই তাকিয়ে গোটা দেশের ক্রিকেটই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।