আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল

আমি বাংলায় গান গাই । আমি বাংলা কে ভালবাসি আমি এইখানে বিপিএল নিয়ে কিছু কথা বলবঃ বিপিএল হল আমাদের লীগ আমাদের নিজেদের লীগ > অনেকের মতে এইবার বিপিএল জমবে না কিংবা বিপিএল এর যেই খেলা গুলো হইছে ওইগুলা জমে নাই কিন্তু আসলে বিপিএল আমার মতে, এইবার জমবে অনেক ভাল ভাবে জমবে । যারা গত কয়েকদিনের ম্যাচ গুলো দেখেছেন তারা বলতে পারবেন এইবার ম্যাচ গুলো গতবারের থেকে অনেক ভাল হচ্ছে অনেক জমছে ...সব গুলো ম্যাচই এখন পর্যন্ত ভালো হয়েছে অনেক ভালো হয়েছে.........গতবার ২০০+ ইনিংস ছিল একটা এইবার ঢাকা তাদের ২ই ম্যাচেই ২০০+ করে রান করেছে আবার অনেকের মতে এইবার পাকিস্তানী ক্রিকেটার গুলো নাই তাই হয়তোবা বিপিএল দেইখা কোন লাভ নাই কারন ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হইছে ঠিক কিন্তু পাকিস্তানী গুলো কিংবা তাদের বংশধর রা এখনো আমাদের দেশে বসবাস করছে । তারা এখনো আমাদের বাংলাদেশ থেইকা পাকিস্তান কে বেশী ভালোবাসে ...তাদের সামনে আপনি পাকিস্তান নিয়া কিছু বইলা দেখেন না কেন তারা আপনার চোদ্দগুষ্ঠি নিয়া টান দিবে। আর কিছু আছে ভারতীও তারাও ঠিক একই অবস্থায় আছে তারাও ভারতকে নিজের দেশ থেকে বেশী ভালোবাসে তাই তারা তো গতবার থেকেই বিপিএল বর্জন করেছে কারন ভারতীও রা যে নাই । আমি একটা কথাই বলব যে বিপিএল আমাদের লীগ আমাদের বাংলাদেশের লীগ । তাই অন্যরা কেও আমাদেরকে সাহায্য করুক আর না করুক আমরা নিজেরা আমাদের লীগ কে সফল করব , ইনশাআল্লাহ আমরা ১৬ কোটি বাঙালি বিপিএল কে সফল করবই যাতে ওরা বুঝে যে তাদেরকে ছারাও আমরা পারি । আমরা পারি তাদের ছাড়া একটা সফল টুর্নামেন্ট আয়োজন করতে........................ আমরা ভবিষ্যতেও তাদেরকে ছাড়া পারব ইনশাআল্লাহ্‌...... ভারত পাকিস্তানের সাহায্যের আমাদের কোন দরকার নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।