আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল প্রসঙ্গ

i`m what i`m. দ্বিতীয় আসরের শুরুতে আগের রাস্তায় যেনো বাঙলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। এবার নতুন দল রংপুরের মালিকানা নিয়ে বিতর্ক । যে ভাবে নাকি ফ্লোরা লিমিটেডকে মালিকানার সত্ত্ব দিয়েছে বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেইম অন স্পোর্টস সেটা নাকি অনেক লুকোছাপার মধ্যে দেয়া হয়েছে। এই কোম্পানির মালিকের সংগে সুনীল গাভাস্কার ও ভিভিয়ান রিচার্ডসের ভালো সম্পর্ক। একজন তো বলেই বসলেন- তার সঙ্গে প্রায়েই সৌরভ গাঙ্গুলী নানা ইস্যুতে কথা হয় এবং তার অর্থনৈতিক অবস্থা্ও ভালো। সেজন্য কি তিন্ওি বিপিএলের একটি দলের মালিকানা পেতে পারেন কি না! এ প্রশ্নের কোন উত্তর সম্ভবত বিসিবিরও দেয়ার উপায় নেই। সবচেয়ে বড় কথা বাঙলাদেশের বাস্তবতায় দিন দিন বিপিএল হয়ে উঠছে টাকা কামানোর সবচেয়ে শর্টকাট রাস্তা। সে সুযোগ ওঁত পেতে থাকা সুযোগ সন্ধানীরা ছাড়বেন কেনো? সেই সুযোগটা গেইম অন স্পোর্টসের আরও সাবধানী মনোভাবের কারণে উড়ে যা্ওয়ার কথা। কোথায় বিপিএলের সপ্তম দল নিয়ে আলাদা হাইপ হবে, তা না রঙপুরের শুরুটা হতে যাচ্ছে বড় এক বিতর্কের মধ্য দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।