বাসার কাছেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। ইনফ্যাক্ত, বারান্দায় বসলে কিংবা আমার রুমের জানালা দিয়েই রাতের বেলা বড় কোন ম্যাচ বা অনুস্থান চলাকালীন স্টেডিয়ামের আলোর ঝলকানি কিংবা আতশবাজি দেখা যায়। সাথে হাই ভল্যুম এর মিউজিক কিংবা পটকা-আতশবাজির শব্দ তো আছেই! সন্ধ্যায় মাত্র ল্যাপটপ-এ নেট ওপেন করেছি, হঠাৎ শুনি পটকা-আতশবাজি টাইপ শব্দ। জানালার পর্দা সরিয়ে দেখতে পেলাম, স্টেডিয়াম এর আলো আর আতশবাজি। মনে পড়লো, ওহো, আজকে তো বিপিএল এর উদ্বোধনী! তাড়াতাড়ি রিমোট হাতড়ে টিভিটা ছাড়লাম। দেখি রুনা লায়লার গান হচ্ছে। একটু পর এলো মমতাজ! কেমন যেন একটা উৎসব উৎসব আমেজ। বিশ্ববাসী(স্পেশালী পাকি ও ইন্ডিয়ান বলদগুলো) দেখুক, "আমরাও পারি।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।