স্টেডিয়াম এ গিয়া খেলা দেখার অভিজ্ঞতা আগেও ছিল। কিন্তু সেগুল শব ই ওয়ান ডে ম্যাচ এর। এবার বিপিএল দেখার ইচ্ছা হল তাই গেলাম। টিকিট ৫০০ টাকার থেকে কমিয়ে ২০০ তাকা করা হয়েছে, তাই গেলাম। সব ই ভাল লাগল, মজা অ হল, কিন্তু বেথা হল এক জায়গায়। স্টেডিয়াম আ ঢোকার সময় চেক আতই কড়া হল যে আমার পকেট এ রাখা লিপজেল টাও ফেলে দিল!!। তারপর আর এক বন্ধুর মোবাইল এর হেডফন ও নিয়া নিল!!! তার উপর বাইরের খাবার ত আকেবারেই নিশেদ। ভিতরে অবশ্য খাবার পেলাম, কিন্তু এমন ই গলা কাটা দাম দিয়া খেতে হল যে খাওয়া টা আর মজা লাগল না!! প্রতি গ্লাস পানি ৫ তাকায় বিক্রি হচ্ছিল!!! মনে হল যেন পানি ও উগান্ডা থেকে ইমপোর্ট করা!! শেষ মেশ অবশ্য ভালই এঞ্জয় করলাম। কিন্তু ৪ গ্লাস পানি (জা কিনা আধা লিটার ও হবে না) ২০ তাকা দিয়ে খাওয়ার বেথা ভুলতে পারতাসি না!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।