আমাদের কথা খুঁজে নিন

   

ফেরার ডাক

ঘাস-পাতা আর সমুদ্র, কখনওবা মাটি ও পাথরের মেলবন্ধনের প্রানন্তকর চেস্তা......মেঘমালা কখনওবা শনির বলয়ের সৌন্দর্য ব্যাখার অপচেষ্টা...... বন্ধু, আজও কি দেখো আকাশের শুভ্র মেঘখানা; আজও কি ওড়ো আকাশে, মেলে স্বপ্নের এই ডানা। গোধূলীর আলোয় আজও ; দেখো কি, নারকেল গাছের সারি ; পাঠশালা শেষে , মেঠো পথ ঘেঁষে আজো কি ফেরো বাড়ি । অমাবস্যা রাতে; ঐ শোনা যায়; কার নূপুরধ্বনি। প্রেম রাগে এসে, যায় মিলেমিশে তোমার হৃদয় মণি। ঘর ছেড়ে আগে , সারারাত জেগে দেখো কি যাত্রাপালা ।

দিন গত হয় ,তবু মনে রয় কাজল রেখার বালা। না বন্ধু ; মনে হয় আমার , সেদিন হয়েছে গত। সুখের সময় বয়ে গেছে, সূর্য অস্তের মত। যদিও বাকি ছিল তার একটুখানি আভা, সেটুকু কেড়ে নিতে কেন সে বাড়াল মরণ থাবা। যে জঙ্গলে শিশুরা দল বেঁধে খুঁজত পাখির নীড় , অরন্য কোথায় , আজ সেখানে শুধুই যন্ত্রের ভিড়।

জেনো বন্ধু, আরাম ও সুখ এক যে কখনোই নয়; এক খানা তার শরীরে থাকে অন্যটা মনে রয়। বেরিয়ে এসো তুমি, আধুনিক ধ্বংস স্তূপের দেয়াল ভেঙ্গে, কিছুই পাবে না তুমি, শুধু সুখ রবে তোমার সঙ্গে । বন্ধু, আজও কি দেখো আকাশের শুভ্র মেঘখানা; আজও কি ওড়ো আকাশে, মেলে স্বপ্নের এই ডানা। গোধূলীর আলোয় আজও ; দেখো কি, নারকেল গাছের সারি ; পাঠশালা শেষে , মেঠো পথ ঘেঁষে আজো কি ফেরো বাড়ি । অমাবস্যা রাতে; ঐ শোনা যায়; কার নূপুরধ্বনি।

প্রেম রাগে এসে, যায় মিলেমিশে তোমার হৃদয় মণি। ঘর ছেড়ে আগে , সারারাত জেগে দেখো কি যাত্রাপালা । দিন গত হয় ,তবু মনে রয় কাজল রেখার বালা। না বন্ধু ; মনে হয় আমার , সেদিন হয়েছে গত। সুখের সময় বয়ে গেছে, সূর্য অস্তের মত।

যদিও বাকি ছিল তার একটুখানি আভা, সেটুকু কেড়ে নিতে কেন সে বাড়াল মরণ থাবা। যে জঙ্গলে শিশুরা দল বেঁধে খুঁজত পাখির নীড় , অরন্য কোথায় , আজ সেখানে শুধুই যন্ত্রের ভিড়। জেনো বন্ধু, আরাম ও সুখ এক যে কখনোই নয়; এক খানা তার শরীরে থাকে অন্যটা মনে রয়। বেরিয়ে এসো তুমি, আধুনিক ধ্বংস স্তূপের দেয়াল ভেঙ্গে, কিছুই পাবে না তুমি, শুধু সুখ রবে তোমার সঙ্গে । ........................কবিতাটা আমার এক বন্ধুর লিখা ভাল লাগল তাই শেয়ার করলাম।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।