আমাদের কথা খুঁজে নিন

   

ফেরার সময় এলো কি?

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

বড় সমস্যায় আছি আমি। কিছুই বুঝছিনা কি হইতেছে আমার সাথে এই সব। কিছুই ভালো লাগেনা। কেনো লাগেনা তাও জানিনা। বাসায় থাকলে মনে হয় কলেজে গেলে ভালো লাগবে আর কলেজে গেলে মনে হয় কখন বাসায় যাব।

কোন কিছুতেই মন বসাতে পারছিনা। এর আগের বছর গুলার এই সময় কাটে আমার খুব আনন্দে কারন এই সময় নতুন বছর উপলক্ষে স্পোর্টস ডে শুরু হয় কলেজে যেটা প্রায় ১ মাস ধরে হয় আর আমরা হৈ হৈ করা বেড়ায় । কিন্তু এবার আমার কিছুই ভালো লাগছেনা। আর নেটে বসলেও কি করব বুঝিনা। চ্যাট করতেও এখন কেমোন বিরক্ত লাগে আর ব্লোগে আসলে তো নিজেও কোন পোষ্ট দিতে পারি না আর কারোর পোষ্টও মোন দিয়ে পড়তে ইচ্ছা হয় না।

আর কি কমেন্ট করব তাও মাথায় আসে না। এই জন্য ব্লোগে আসলেও লগ ইন করি না। শুধু দেখে যায় আমার প্রিয় ব্লোগারদের কোন নাতুন পোষ্ট আসছে কিনা। এর মধ্যে আবার আমার হাতে ছোট ছোট কি বের হইছে। আম্মু বলতেছে এই টারে নাকি বাংলাদেশে পদ্মাকাটা বলে।

এইটা নাকি আমার বংশ গত রোগ। আমার বাপের দাদ তার দাদারও নাকি ছিল। শালার জীবনে শান্তি পাইলামনা। ভালো জিনিস গুলান না আইসা যেতো সব আজাইড়া জিনিস আসছে। আমি হইলাম মন্ডল বংশের তাই হইতো গোন্ডোগোল কইরা বাড়ায়।

কিন্তু এই সব হওয়ার কারন কি? শুনছি মানুষ মারা যাওয়ার আগে এই রকম সব জিনিসের উপর থেকে মন চলে যায়। তো আমারও কি ফিরে যাওয়ার সময় হল?........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।