আমাদের কথা খুঁজে নিন

   

ফেরার দেশ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হে মন,জীবন ভিষার মেয়াদ শেষে তুমি ফিরবে স্বদেশের বাড়ী।

সেই দেশের মালিকের জন্য কি করিয়াছ খরিদ তুমি ?। হে মন,পূণ্য-শূন্য ফিরলে সে দেশের মালিক তুমায় তাঁর দেশ থেকে করবে বিতারিত তব,তোমি বুঝবে তাঁর সাজা কত বড়। সে দেশের মালিক চায় না, তোমার কাছে কোন সোনা, গহনা,অলংকার ভরা ঝূড়ি। শুধু চায়, সেই কর্তা তোমার প্রাণ বেহস্তবাসী হোক। আর,সেই কর্তা চায় না, তোমার কাছে জীবন ভিসার কড়ি।

শুধু চায়,সেই কর্তা তোমি পূণ্য পথে স্বর্গ সঞ্চয় কর, পাপের পথ অনুস্বরণ না কর। আর,যদি তোমি সেই পাপের পথ অনুস্বরণ কর। তবে,তোমি সে জীবনে বড় দুঃখে রবে। সেই জীবনে অগ্নি তোমার প্রাণ স্পর্শ করবে। তোমার আঁখির জলে তোমি ভাসবে।

তব,কন্ঠে তোমার উচ্চ কাঁন্নার স্বরে কম্পণ করবে খোদার আরশ। তব,তোমার সেই কাঁন্না আওয়াজ শুনে পূণ্যবান প্রাণগুলো আসবে তুমায় পূণ্য দিতে। তব,ভিষার কর্তা বলবেন তুমায়, নীজ পূণ্য ছাড়া তিঁনি কাউকে করেন্না ক্ষমা। তব,উম্মাদ হয়ে বলবে তুমি, হে প্রবাসী ভাই,বোন, ভোল না কভু সুখের ভেলায়, মর্ত্তের মায়ায় ভিষা দানের কর্তাকে। হেয়ালী মনে রেখ না কভু মৃত্যুকে দুরে, নিত্য রেখ না মনকে সুখে।

তাতে,কর্তা,র ভিষা শেষে দেখবে তুমি আপন প্রাণের জন্য নরক সঞ্চয় ছিল তার সবই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।